সনেট : আডভোকেট, কবি উপন্যাসিক সম্পাদিকা কৃষ্ণা দাস (মাইতি), আততায়ীদের হাতে মৃত্যুতে
A Bengali Sonnet to a Bengalee Adv. Poetess-novelist-editor Krishna Das Maity, killed by the assailants, written by Ridendick Mitro
[ ভারতে পশ্চিমবঙ্গ, দঃ ২৪ পঃ, কুলপি পুলিশ স্টেশনে গ্রামের বাড়িতে গিয়েছিলেন কলকাতার বাড়ি থেকে বিশ্রাম নিতে। সেখানে ১৯ অক্টোবর ২০২৩, কয়েকজন আততায়ীদের হাতে মৃত্যু। ]
———————————-
ঋদেনদিক মিত্রো
[ অন্তমিল রীতি : সেক্সপিরিয়ান সনেট ]
আপনার মৃত্যু অকাল সহ্য না হয়,
প্রাণবন্ত প্রাণটিকে দিলো কারা ছুটি,
মানুষের মৃত্যু নাকি এতটা বিষ্ময় —
অবিশ্বাস্য সে-সংবাদে চমকিয়ে উঠি।
এই তো হেসেছিলেন প্রানবন্ত হাসি,
এই তো বলেছিলেন কত গম্প কথা,
সেই সব স্মৃতি নিয়ে আমরা তো ভাসি—
সেইগুলি আজ বেছে নিলো নির্জনতা।
রেখে গিয়েছেন স্বামী, দুই কন্যা ওই,
তাদের চক্ষু যায় গভীরতায় ভিজে,
রেখে গেলেন সাহিত্য, কবিতার বই, —
সম্পাদিত পত্রিকা ও আরো কতো কী যে।
মৃত্যুর দেশে গেছেন, কী হয়েছে তাতে,
রয়েছেন জাগরিত সকলের সাথে।।
————————————————–
Adv. Poetess, novelist, Editor, Mrs. Krishna Das Maity, from Kolkata went to village house, Kulpi Police Station, 24 Pgs, South, West Bengal, India. Here she got assassinated by some people, on 19 October 2023
🌿🌱🌿
[ এই সংবাদ, ৯ নভেম্বর ২০২৩, ওনার বাড়ি থেকে সংবাদ জেনে লেখা। সাথে-সাথে জানানোর মানসিক অবস্থা নিশ্চয় ওনার বাড়ির কারোর থাকা সম্ভব ছিলো না ]
ঋদেনদিক মিত্রো, পেশায় কবি-উপন্যাসিক-গীতিকার-কলামিষ্ট, ইংরেজি ও বাংলাভাষায়। এখন স্প্যানিস ভাষায় লেখার জন্য এই ভাষা পড়াশুনা করছেন। Ridendick Mitro, Kolkata, Professionaly a poet-novelist-lyricist-columnist, in English & Bengali languages. Also learning Spanish to write in this language.
—————————————————