নিজস্ব প্রতিনিধি,
গ্লোবাল নিউজ, সুতি,
৭ই, নভেম্বর,২০২৩, মঙ্গলবার
নতুন মরশুমের ফসলের চাষের উপর এক দিনের বিশেষ ট্রেনিং সভা।
বর্তমানে সারা রাজ্য জুড়ে সকল চাষীদের কোনও না কোনও সমস্যার সম্মুখীন হতে হয়। সেই লক্ষ্যেই মুর্শিদাবাদ জেলার সুতি-১ ব্লকের কৃষি দপ্তর অঞ্চল তথা গ্রাম পঞ্চায়েত ভিত্তিতেই এক দিনের বিশেষ ট্রেনিং সহ আলোচনা সভা অনুষ্ঠিত করল।
জানা যায় যে, ব্লক কৃষি অধিকর্তা মুখলেসুর রহমান চাষীদের স্বার্থে ধান সহ নানান ধরণের চাষ করার কৌশল জানিয়ে এক দিনের ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেন। এই দিনে চাষীদের চাষ করার সকল সমস্যার সমাধান করার সিদ্ধান্ত ও নেওয়া হয় বলেও জানানো হয় দপ্তর সূত্র মারফৎ।
আরও সহজ করে বললে, চাষীরা কি কি সার ব্যবহার করবে বা কি কি বিষ প্রয়োগ করবে কিংবা কতটা পরিমাণ সার বা বিষ ব্যবহার করবে বিশেষ করে সেই প্রসঙ্গে আজকের এই দিনে চাষীদের নিয়ে আলোচনা করা হয়।
সবশেষে কৃষি অধিকর্তা মুখলেসুর রহমান জানান যে, আজ মঙ্গলবার অর্থাৎ ৭ই নভেম্বর সুতি-১ ব্লকের অন্তর্গত সাদিকপুর গ্রাম পঞ্চায়েতের সকল চাষী ভাইদের নিয়ে সকল ধরনের পরামর্শ তথা তথ্য আদান প্রদান সহ চাষীদের চাষ সংক্রান্ত বিষয়ে মিটিং হলো। আগামী দিনে এই ধরণের প্রোগ্রাম আরও করা হবে বলেও জানান তিনি।