নিজস্ব প্রতিনিধি,
স্বপন পাল, দার্জিলিং
গ্লোবাল নিউজ, কলকাতা,
৩রা নভেম্বর,২০২৩
ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগদান বহু পার্টির নেতা কর্মীদের।
দার্জিলিং সদর ব্লকের অন্তর্গত সোনাদা পাচং পঞ্চায়েতের অধীনে আজ অর্থাৎ ৪ঠা নভেম্বর, শনিবার হামরো পার্টি থেকে ৮০ জন দলীয় কর্মী এবং পাহাড়ের অন্য দল থেকে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগদান করেছে।
যারা যোগ দিয়েছেন তাদের মধ্যে লোয়ার সোনাদা 1 এর পঞ্চায়েত সমিতির সদস্য পাশাপাশি আমাদের দলের প্রাক্তন সভাপতি, খারসাং শাখার সুমন তামাং এবং লোয়ার সোনাদা 2 এর পঞ্চায়েত সমিতির সদস্য আশ কুমার রায় প্রধান।
দলে যোগদানকারীদের স্বাগত জানিয়ে থাপা বলেন, “যারা জনগণের সেবা করে, তারাই জনগণের পছন্দের হবে। একজনকে জনগণের পছন্দের নেতা হওয়া উচিত। দলের চিন্তাধারা অনুসরণ করলেই একজন ভালো নেতা হতে পারেন। বিজিপিএম পার্টির চিন্তা ও সমাজের চিন্তা মিলে গেলে সমাজে পরিবর্তন আনা সম্ভব হবে।”
অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে আনোস থাপা বলেন, “আমরা দলীয় কর্মী যারা জনগণের পক্ষে দাঁড়িয়েছি। আমি সবাইকে এই গণ পার্টিতে স্বাগত জানাই।”
যোগদানের পর সুমন তামাং বলেন, “আমরা আজ বিজিপিএম-এর বাড়িতে প্রবেশ করেছি। হামরো পার্টি অজয় এডওয়ার্ডসের নেতৃত্বেও অনেক কাজ করার সুযোগ ছিল কিন্তু তার অদূরদর্শিতার জন্য আমরা সেখানে কাজ করতে পারিনি।
সুমন তামাংকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে। অনিত থাপা, যিনি সোনাদাতে একটি বড় সামাজিক ভবন নির্মাণ করবেন, তিনিও ঘোষণা করেছেন।
সোনাদা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পতাকা তুলে দিয়েছেন । আনোশ থাপাসহ অন্যান্য নেতারা দলে যোগ দেন। অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন দলের সভাপতি অনীত থাপা।