নিজস্ব প্রতিনিধি :: সুতি
ইতিমধ্যে পশ্চিম বঙ্গ মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। আর তাতেই সুতি এলাকাবাসীদের মনে খুশীর বন্যা বয়ে যায়। জানা যায় যে, মোহাম্মদ আলফাজ সেখ তার নিজ মাদ্রাসার মধ্যে প্রথম স্থান অধিকার করে।
শুধু তাই নয়, সুতিবাসীরা অবাক হয়ে যায় যখন তারা শোনে যে মোহাম্মদ আলফাজ সেখ সারা রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। আলফাজের পরিবারে খুশীর জোয়ার বয়তে দেখা যায়। জানা যায় যে, মোহাম্মদ আলফাজ সেখ মুর্শিদাবাদের সুতির সুলতানপুর আলিয়া মাদ্রাসার ছাত্র। পাশাপাশি রাসেল আমিন ওই মাদ্রাসার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করার সাথে সাথে সারা রাজ্যে দশম স্থান অধিকার করেছে। রাসেল আমিন ও ওই মাদ্রাসার ছাত্র বলে খবর পাওয়া গেছে। আর এই সুসংবাদ শোনার পর প্রশাসন খুশি হয়ে সংবর্ধনা প্রদান কর্মসূচির আয়োজন করে।
গত মঙ্গলবার ওই মাদ্রাসায় এই সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে সুতি -2 ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীরণ কৃষ্ণ মণ্ডল জানান যে, আলফাজ এবং রাসেল দুজনেই সারা রাজ্যের পাশাপাশি সুতির নাম সমগ্র দেশে পরিচিতি করতে সফল হয়েছে এবং সমগ্র সুতিবাসিরদের গর্ব। এই সম্বর্ধনা পেয়ে আলফাজ এবং রাসেল আনন্দে আত্মহারা হয়ে পড়ে।