নিজস্ব সংবাদাতা, কলকাতা
Globalnewz.online
বুধবার, ৪ঠা অক্টোবর,২০২৩
উচ্চ শিক্ষার মূল্য আজ ১০০ টাকা
শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর।তাঁরা ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষার মধ্য দিয়ে সমাজের সুনাগরিক করে তোলে।শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ করে কলেজে অধ্যাপনা করতে হলে ছাত্র-ছাত্রীদেরকে রাত-দিন পরিশ্রম করতে হয়।ছেলে-মেয়েকে ঘিরে পরিবারের স্বপ্নও থাকে একবুক।পরিবারের সবাই চায় যতই কষ্ট হোকনা কেনো বাড়ির ছেলে-মেয়েদেরকে উচ্চ শিক্ষিত করবো।তারা যেনো কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে এবং পরিবারের দায়দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে পারে।একজন ছাত্র-ছাত্রীর মনেও এক আকাশ স্বপ্ন থাকে যে,সে উচ্চ শিক্ষা অর্জন (যথা- B.A., M.A., M.S.W.,B.Ed,M.Ed, M.phil, NET/SET, PhD প্রভৃতি)করে পরিবারের সমস্ত দায়দায়িত্ব গ্রহণ করে পিতা-মাতার স্বপ্ন পূরণ করবে।
কিন্তু দুঃখের বিষয়,বর্তমানে বেকারত্ব একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েগেছে।এই সময়ে অন্যান্য চাকরির পাশাপাশি কলেজে অধ্যাপক নিয়োগের সেভাবে কোনো বিজ্ঞপ্তি নেই,যদিও আছে খুবই অল্প সংখ্যক ভ্যাকেন্সি তাতেও নানান দুর্নীতির অভিযোগ।যদিও কিছু কিছু কলেজ-বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক নিয়োগ হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে পারিশ্রমিকের বৈষম্য ও দুর্নীতি।একজন অতিথি বা সিভিক অধ্যাপকদের বেতন একজন দিনমজুরের থেকেও কম।যা খুব অবাক করার বিষয়।
খবর সূত্রে জানা যায়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটি কলেজের( তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ) সিভিক অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তিতে দেখা গেছে অতিথি অধ্যাপকদের বেতন ক্লাস প্রতি ১০০ টাকা।বর্তমান সময়ে যা খুব অবাক করার একটি বিষয়।এখন এই ১০০ টাকায় একজন উচ্চ শিক্ষিত ছেলে-মেয়ে ভালোভাবে বেঁচে থাকা তো দূর পরিবারের জন্য সামান্য ডাল-ভাতও জোগাড় করতে ব্যর্থ হবে।
সত্যিই যা খুব লজ্জাজনক ও হতাশাজনক।এই বিষয় গুলোকে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকে খুব গুরুত্বের সহিত ভাবতে হবে এবং সমস্যা গুলোকে দ্রুত সমাধান করতে হবে।কারণ উচ্চ শিক্ষা অর্জন করে যদি একজন ছাত্র-ছাত্রী পরিবারের জন্য ডাল-ভাত জোগাড় করতে না পারে তাহলে এর থেকে বড় কষ্টের ও দুঃখের বিষয় আর কিছুই হয়না।তাই উভয় সরকারের কাছে অনুরোধ, যাতে বিষয় গুলোকে দ্রুত সমাধান করা হয় এবং উচ্চ শিক্ষার মর্যাদাকে রক্ষা করা হয়।
(লেখক তরুণ কবি ও প্রাবন্ধিক,সমাজকর্মী এবং সমাজতত্ত্বের গেস্ট লেকচারার)