নিজস্ব সংবাদাতা, কলকাতা
Globalnewz.online
বুধবার, ৪ঠা অক্টোবর,২০২৩
শিশুর সামনে নেতিবাচক আলোচনা করবেন না
আমরা অনেক সময় শিশুর সামনেই বাড়ির নানান সমস্যা বা দাম্পত্য জীবনের সমস্যা গুলো নিয়ে ঝগড়া বা নেতিবাচক আলোচনা করে ফেলি।যেগুলো শিশুর মনে খুব নেতিবাচক প্রভাব ফেলে।যেমন-বাড়ির কিছু সমস্যা,দাম্পত্য জীবনের সমস্যা, ডিভোর্স নিয়ে আলোচনা, বিভিন্ন সামাজিক সম্পর্কের মধ্যে ঝামেলা প্রভৃতি নিয়ে বাড়ির শিশুর সামনে কোনো আলোচনা করবেন না বা তর্ক-বিতর্ক করবেন না।
এই বিষয় গুলো একজন শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে।যার ফলে শিশুর সামাজিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়।ছোটোবেলা থেকে এই বিষয় গুলো যদি সে বার বার দেখতে ও শুনতে থাকে তাহলে বড় হয়ে, সেও ঠিক এই রকম বিষয় গুলো করতে থাকবে।
যদিও সবাই সমান নয়।কিন্তু বেশিরভাগ দেখা গেছে শৈশবে যে যেমন পরিবেশে বড় হয়েছে এবং যে যেমন পারিবারিক শিক্ষা পেয়েছে, বড় হয়ে সেও সেইরকম আচার-আচরণ করতে থাকে।তাই বাড়ির শিশুদের সামনে কোনো বিষয়ের সমস্যা নিয়ে তর্ক বা আলোচনা না করাই শ্রেয়।বাড়ির শিশুদের সামনে সর্বদাই ইতিবাচক,ভালোবাসা,শ্রদ্ধা, স্নেহ ও শিক্ষা মূলক আচার-ব্যাবহার করা উচিত।
এর ফলে শিশুদের সামাজিক ও মানসিক বিকাশ তথা সামাজিকীকরণ এর বিষয়টি খুব সুন্দর হয়ে উঠবে।তাই বলবো শিশুদের সামনে কোনো নেতিবাচক আলোচনা বা সমালোচনা করবেন না।তাতে শিশুদের সামাজিক ও মানসিক বিকাশ এবং স্বাস্থ্য ক্রমে ক্রমে দুর্বল হয়ে পড়ে।
(লেখক তরুণ কবি, প্রাবন্ধিক,সমাজকর্মী, সমাজতত্ত্বের গেস্ট লেকচারার এবং সাহিত্য পত্রিকার সম্পাদক)