নিজস্ব সংবাদাতা: কলকাতা
Globalnewz.online
Monday,21 August’23
জেনারেল ডিগ্রি কোর্সে আনতে হবে ক্যাম্পাসিং ব্যাবস্থা
জয়দেব বেরা
বর্তমান সময়ে দেখা যাচ্ছে, জেনারেল কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোতে পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে অনীহা।জেনারেল লাইনে পড়াশোনা করে উচ্চ শিক্ষা অর্জন করে অধিকাংশ পড়ুয়ারা এখন বেকারত্ব এর ব্যাধিতে ভুগছে।এমনকি কলেজ,বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্স শেষ করে বিএড,এমফিল,পিএইচডি ডিগ্রি প্রভৃতি অর্জন করেও চাকরির অভাবে বেকারত্ব এর যন্ত্রণা ভোগ করছে।সেই অনুযায়ী, প্রফেশনাল ডিগ্রি(মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং,ম্যানেজমেন্ট, আইনি ডিগ্রি প্রভৃতি)অর্জন করে পড়ুয়ারা কিছু না হলেও সরকারি/বেসরকারিভাবে অনেক চাকরির সঙ্গে যুক্ত রয়েছে।এই সকল প্রফেশনাল লাইন গুলোতে পড়াশোনা করলে পড়ুয়ারা জানে যে কিছু নাহলেও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটা ক্যাম্পাসিং করে চাকরি পাইয়ে দেবে।যেই সুযোগটা জেনারেল ডিগ্রি কোর্সের ছাত্র-ছাত্রীরা পায়না।এর জন্য দিন দিন জেনারেল ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে পড়ুয়াদের মধ্যে এক অনীহা জন্মে যাচ্ছে।তাই প্রফেশনাল কোর্সের মত জেনারেল ডিগ্রি কোর্সের ছাত্র-ছাত্রীদের জন্য যদি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বেসরকারিভাবে হলেও একটা ক্যাম্পাসিং করে চাকরির ব্যাবস্থা করে দেওয়া হয় তাহলে পড়ুয়াদের মধ্যে জেনারেল ডিগ্রি কোর্সে পড়াশোনা করার ইচ্ছাও বৃদ্ধি পাবে।এর জন্য জেনারেল ডিগ্রি কোর্সের পড়ুয়াদের জন্য প্রত্যেকের সাবজেক্ট এর সাথে সংযুক্ত করে বিভিন্ন বিষয়ের উপর একটি ট্রেনিংও প্রদান করতে হবে।যেমন- সমাজতত্ত্ব ও সমাজকর্মের ছাত্র-ছাত্রীদের জন্য সমাজকল্যাণ মূলক সংস্থায় অর্থাৎ এনজিওতে কাজ করতে হলে যে সমস্ত প্রশিক্ষণ এর প্রয়োজন হয় সেই ট্রেনিং গুলো প্রদান করতে হবে।এইভাবে প্রত্যেকের নিজ সাবজেক্ট এর সাথে সংযুক্ত করে বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং করিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ক্যাম্পাসিং করে বেসরকারিভাবে হলেও একটা চাকরির ব্যাবস্থা করতে হবে।এই ট্রেনিং গুলো ডিগ্রি কোর্সের শেষ সেমিস্টারে বা শেষ ইয়ারে করাতে হবে।এই ভাবে যদি প্রফেশনাল কোর্সের মত যদি জেনারেল ডিগ্রি কোর্সেও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য ক্যাম্পাসিং ব্যাবস্থা চালু করা যায় তাহলে পড়ুয়াদের জেনারেল ডিগ্রি কোর্সে পড়াশোনা করার ইচ্ছা শক্তিও বৃদ্ধি পাবে।তাই আমার মনে হয়,জেনারেল ডিগ্রি কোর্সে ক্যাম্পাসিং ব্যাবস্থা চালু করা উচিত।
(জয়দেব বেরা একজন তরুণ লেখক ও গেস্ট লেকচারার, সমাজতত্ত্ব, সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং এবং গভর্মেন্ট কলেজ অফ নার্সিং,উলুবেড়িয়া)