নিজস্ব প্রতিনিধি, কলকাতা
Globalnewz.online
16 august ’23
প্রকাশিত হল মানসী সাহিত্য পত্রিকার শুভ শারদীয়া সংখ্যা-১৪৩০
স্বাধীনতা দিবসের এই পবিত্র দিনে সাথী ক্লাবের সাংস্কৃতিক মঞ্চে নারী শক্তির হাত ধরে প্রকাশিত হয়েছে পূর্ব মেদিনীপুরের জনপ্রিয় লিটিল ম্যাগাজিন ‘মানসী সাহিত্য পত্রিকার’ এই বছরের শুভ শারদীয়া সংখ্যা-১৪৩০।এই পত্রিকার সম্পাদক হলেন তরুণ কবি ও লেখক জয়দেব বেরা।তিনি মনে করেন, নারী শক্তি পৃথিবীর সবচেয়ে বড় শক্তি।
তাই নারীদের হাত ধরেই হোক শুভ শারদীয়া সংখ্যার উন্মোচন।উনার এই ভাবনা এবং উদ্যোগকে সাধুবাদ জানাই।যাঁদের হাত ধরে শুভ শারদীয়া সংখ্যার উন্মোচন হল তাঁরা হলেন-রুমা ভূঞ্যা,সঞ্চিতা ভূঞ্যা,সুমনা জানা এবং দীপান্বিতা ভূঞ্যা। এই পত্রিকায় বিখ্যাত বিখ্যাত কবি ও লেখকরা কলম ধরেছেন।তাঁদের মধ্যে রয়েছেন- বিনায়ক বন্দ্যোপাধ্যায়,ড.অনিরুদ্ধ চৌধুরী, সুমন ভট্টাচার্য, তরুণ মুখোপাধ্যায়,মলয় রায় চৌধুরী,অরুণকুমার চক্রবর্তী, তারাশংকর বন্দ্যোপাধ্যায়, সমরেশ মন্ডল, নলিনী বেরা,তৈমুর খান,হরিৎ বন্দ্যোপাধ্যায়,শ্রী সদ্যোজাত, আরণ্যক বসু,গোলাম রসুল,রবীন বসু, ফটিক চৌধুরী,রুদ্রভানু,নির্মল রায় প্রমুখ সহ আরও অন্যান্য জনপ্রিয় লেখকগণ।এই বছরের শারদীয়া সংখ্যা সেজে উঠেছে কবিতা,অণুকবিতা,গল্প,প্রবন্ধ এবং সু-স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের লেখা নিয়ে।