নিজস্ব সংবাদাতা, কলকাতা
Globalnewz.online
28 Jul’23, Friday
প্রাথমিক স্তরে এবার ‘সমাজতত্ত্ব’ পড়ানোর উদ্যোগ নিলেন জয়দেব বেরা
সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা(Sociology) হল মূলত সমাজ সম্পর্কিত একটি সামাজিক বিজ্ঞান।সামাজিক বিজ্ঞানের এই শাখায় সমাজের যাবতীয় বিষয় সমূহকে বিজ্ঞান ভিত্তিক ভাবে আলোচনা করা হয়ে থাকে।প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণিতে অন্যান্য বিষয় (বাংলা,ইংরেজি,ইতিহাস,ভূগোল, পরিবেশ, বিজ্ঞান,গণিত) এর মত যদি শিশুদেরকে ছোটো থেকেই সমাজবিদ্যা বা সমাজতত্ত্বকে তাত্ত্বিক ভাবে না হোক, কেবল শিশু উপযোগী করে সাধারণ ভাবে পড়ানো হয় তাহলে শিশুদের জন্য খুব ভালো হয়।সমাজ সম্পর্কিত এই স্বতন্ত্র বিষয়টি ছোটো থেকেই পড়ানো হলে তারা সমাজ সম্পর্কে ভালো করে জানতে ও বুঝতে পারবে, তাদের সামাজিক ও মানসিক বিকাশও খুব ভালো হবে। এক কথায় সমাজ সম্পর্কিত এই বিষয়টি পড়লে তাদের সামাজিকীকরণ (Socialization) এর বিষয়টি খুব ভালো হবে। শিশুরা ছোটো থেকেই যত সমাজ সম্পর্কে জানবে ও বুঝবে ততই তাদের সামাজিক বিকাশও বৃদ্ধি পাবে।
পশ্চিমবঙ্গে প্রথম যিনি এই উদ্যোগ গ্রহণ করেন তিনি হলেন তরুণ কবি,লেখক এবং সমাজতত্ত্বের শিক্ষক জয়দেব বেরা।তিনি নিজের চেষ্টায় শিশুদের জন্য শিশু উপযোগী সমাজতত্ত্বের একটি পাঠ্য বই রচনা করেছেন।তাঁর লেখা এই বইটির নাম হল- “শিশুদের সমাজতত্ত্ব।”এই বইটি বর্তমানে দুটি বেসরকারি প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের সহায়ক পাঠ্য বই হিসেবে পড়ানো হয়।এই দুটি স্কুলের নাম হল-১)হোলি চাইল্ড মডেল স্কুল (দাঁতন,পশ্চিম মেদিনীপুর), ২) প্রয়াস শিশু শিক্ষা নিকেতন (প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি, মালদা)।তিনি বলেছেন যে, সরকারিভাবে যদি এই উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে শিশুদের জন্য খুব ভালো হবে।
(তরুণ কবি,বই লেখক,প্রাবন্ধিক, সমাজকর্মী,সাহিত্য পত্রিকার সম্পাদক এবং গেস্ট লেকচারার, সমাজতত্ত্ব,
সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং এবং গভর্মেন্ট কলেজ অফ নার্সিং,উলুবেড়িয়া)