Globalnewz.online, kolkata
Special Correspondent
Globalnewz.online, kolkata
16th Jul’23, Sunday
জয়দেব বেরা
সাইকোলজিক্যাল কাউন্সেলিং নিয়ে কিছু ভ্রান্ত ধারণা
(তরুণ কবি,বই লেখক,প্রাবন্ধিক, সমাজকর্মী,সাহিত্য পত্রিকার সম্পাদক এবং গেস্ট লেকচারার, সমাজতত্ত্ব,
সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং এবং গভর্মেন্ট কলেজ অফ নার্সিং,উলুবেড়িয়া)
যে প্রক্রিয়ার মাধ্যমে ক্লায়েন্ট কাউন্সেলারের সাহায্যে তার মানসিক গঠন,ব্যক্তিত্বের ধরণ,চিন্তা-ভাবনা,আচরণের ব্যাখ্যা খুঁজে পান এবং নিজের সমস্যা মিটিয়ে স্বনির্ভর হতে পারে সেই প্রসেস বা মাধ্যমকে বলা হয় কাউন্সেলিং বা সাইকোলজিক্যাল কাউন্সেলিং।বিজ্ঞানী পার্জ এর মতে,কাউন্সেলিং হল কাউন্সেলিং(পরামর্শ গ্রহণকারী) এবং কাউন্সেলর(পরামর্শ প্রদানকারী)যিনি সহায়তা প্রদানের জন্য উপযুক্ত ভাবে প্রশিক্ষণ প্রাপ্ত এদের মধ্যে মতামত বিনিময়ের পদ্ধতি। স্মিথ এর মতে, কাউন্সেলিং হল এমন একটি পদ্ধতি যেখানে কাউন্সেলার কাউন্সেলিকে তার পছন্দ, পরিকল্পনা বা খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ঘটনাগুলির ব্যাখ্যা-বিশ্লেষণ করতে সাহায্য করে।কাউন্সেলিং এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে খাপখাইয়ে নেওয়ার প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেওয়া।এর মূল লক্ষ্য হল সমাজে নিজেকে প্রয়োগ করার ক্ষেত্রে ব্যক্তি যাতে চরম দক্ষতা অর্জন করতে পারে সে ব্যাপারে তাকে সক্ষম করা।এই কাউন্সেলিং প্রক্রিয়া যেকোনো পেশার যেকোনো ব্যক্তির জন্য দরকার হয়ে থাকে।বিশেষকরে, মানসিক প্রতিবন্ধী ও ভারসাম্যহীন এবং হতাশাগ্রস্ত সাধারণ মানুষের জন্য কাউন্সেলিং প্রয়োজন। আবার সিদ্ধান্ত গ্রহণে অক্ষম,আত্মবিশ্বাসহীন এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটেনি এমন মানুষের জন্যও কাউন্সেলিং এর প্রয়োজন রয়েছে।কিন্তু আশ্চর্যের বিষয় এই সাইকোলজিক্যাল কাউন্সেলিংকে নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ভ্রান্ত ধারণা কাজ করে।এই ভ্রান্ত ধারণা গুলো হল-
১)যারা পাগল,উন্মাদ বা যাদের মানসিক রোগ আছে তাদেরই কেবল কাউন্সেলিং এর দরকার হয়।কাউন্সেলিং করাতে গেলেই লোকে পাগল বলবে।
২)কাউন্সেলিং করানো ভালো নয়।কাউন্সেলাররা মুখ দেখলেই মনের সবকিছুই কথা জানতে পেরে যান।এতে ক্ষতি হতে পারে।
৩)কাউন্সেলাররা হেপনোটাইজ করে মানুষকে বশিকরণ এর মাধ্যমে ক্ষতি করে দিতে পারেন।
৪)যাদের বোধ-বুদ্ধি কম তাদেরই কাউন্সেলিং এর প্রয়োজন হয়।অনেকে আবার বলে কাউন্সেলিং করালে নাকি বুদ্ধি বাড়ে।
৫)কাউন্সেলিং করলে পুরোপুরি রোগ সারে না।এতে শরীরের আরও ক্ষতি হয়।
৬)কাউন্সেলিং এর মাধ্যমে কাউন্সেলার ভালো ভালো কথা বলে মন জয় করে নানান ক্ষতি করতে পারেন।
যাইহোক, সাইকোলজিক্যাল কাউন্সেলিংকে কেন্দ্র করে এই সমস্ত ভ্রান্ত ধারণা গুলোকে কিন্তু একেবারেই মিথ্যে এবং অযৌক্তিক।তাই এই সমস্ত ভ্রান্ত ধারণা গুলোকে মন থেকে দূর করুন এবং সামাজিক ও মানসিক সুস্থতার জন্য কাউন্সেলার এর পরামর্শ নিন।এটি কোনো খারাপ কাজ নয়।এটি চিকিৎসাবিদ্যারই একটি গুরুত্বপূর্ণ অংশ।