Globalnewz.online, kolkata
11th Jul ’23, Tuesday
●বিবাহের নতুন ধারণা ও সংজ্ঞা-
বিবাহ হল একটি প্রতিষ্ঠান।এই প্রতিষ্ঠান নর-নারীকে স্বামী-স্ত্রী’তে পরিণত করে।বিবাহের মাধ্যমেই নর-নারীর সম্পর্ক সামাজিক বৈধতা, স্বীকৃতি ও অনুমোদন লাভ করে পরিবারে পরিণত হয়।সমাজতাত্ত্বিক অ্যাণ্ডারসন ও পার্কারের মতে,বিবাহ হল এক বা একাধিক পুরুষ এবং এক বা একাধিক নারীর সমাজ স্বীকৃত স্থায়ী বন্ধন যা পিতৃত্বের উদ্দেশ্যেই যৌন সম্পর্কে অনুমোদন দিয়ে থাকে।এক কথায়,বিবাহ হল নারী-পুরুষের জৈবিক ও মানসিক বন্ধন যা দীর্ঘদিন পর্যন্ত স্থায়ী হয়।সম্প্রতি সময়ে বিবাহের এই ধারণা ও সংজ্ঞা এখন অনেকটাই পরিবর্তন হয়েছে বা হওয়া দরকার বলে আমার মনে হয়।কারণ বিবাহ বিষয়টি এখন কেবলমাত্র নারী-পুরুষের মধ্যে আর সীমাবদ্ধ নেই।সমাজে বিবাহের ধারণাটির এখন নতুন রূপ লক্ষ্য করা যায়।সম্প্রতি সময়ে,বিবাহ বন্ধনে কেবলমাত্র নারী-পুরুষ নয়, একজন মেয়ে-মেয়েকে (লেসবিয়ান) বিবাহ করতে পারে (যেমন-কেরল হাইকোর্টের উদ্যোগে আদিলা নাসের ও ফাতেমা নূরের বিবাহ হয়), আবার একজন ছেলে- ছেলেকে (গে) বিয়ে করতে পারে (যেমন-কলকাতার সুপ্রিয় চক্রবর্তী ও হায়দরাবাদের অভয় দং এর বিয়ের কথা বলা যায়),আবার একজন ট্রান্সজেন্ডার ওম্যান/ম্যান একজন ছেলে ও মেয়েকে বিয়ে করতে পারে।বিশেষত ট্রান্সজেন্ডার ম্যান এর তুলনায় ওম্যানদের বিয়ে করতে বেশি লক্ষ্য করা যায়। ট্রান্সজেন্ডার ওম্যানরা ছেলেকেও বিয়ে করে থাকে (যেমন-কলকাতার শ্রী ও সঞ্জয় এর বিবাহের কথা বলা যায়)। এমনকি আমাদের সমাজ এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে, যেখানে কোনো মেয়ে চাইলে নিজে নিজেকেও বিয়ে করে নিতে পারছে (এ প্রসঙ্গে গুজরাটের ক্ষমা বিন্দুর বিয়ের কথা বলা যায়)।এই বিবাহকে বলা হয় সেল্ফ ম্যারেজ বা Sologamy বিবাহ।যদিও এই বিবাহ আইন অনুযায়ী সমাজে এখনো স্বীকৃতি পায়নি।এই বিয়ে নিয়ে অনেক বিতর্কও রয়েছে।যাইহোক, সমাজের এই পরিপ্রেক্ষিতের উপর ভিত্তি করে আমার মতে,বিবাহের যে সংজ্ঞাটি দেওয়া যায় সেটি হল- ‘ বিবাহ হল এক বা একাধিক পুরুষ ও নারী,এক বা একাধিক লেসবিয়ান(মেয়ে),এক বা একাধিক গে (পুরুষ)এবং এক বা একাধিক ট্রান্সজেন্ডার ওম্যান(রূপন্তীরকামী) ও পুরুষ এর মধ্যে জৈবিক এবং সামাজিক-মানসিক স্বীকৃত বন্ধন যা অনেকদিন অবধি স্থায়ী হতে পারে আবার নাও হতে পারে।এটাই হল বিবাহের নতুন ধারণা।এক কথায়, বিবাহ হল কেবলমাত্র এক বা একাধিক অ-সমলিঙ্গ নয়, সমলিঙ্গের মানুষদের মধ্যে জৈবিক-সামাজিক-মানসিক ভাবে গড়ে উঠা এক স্থায়ী বা অস্থায়ী বন্ধন।যেখানে সমলিঙ্গের দম্পতিদের ক্ষেত্রে সন্তান-সন্ততি এর বিষয়টির জন্য IVF, দত্তক বা ধাত্রী মায়ের উপর নির্ভর করতে হয়। যদিও এই বিবাহ গুলিকে সুপ্রিম কোর্ট মান্যতা প্রদান করেছে ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর। সুপ্রিম কোর্ট ২০১৮ সালে ৩৭৭ ধারাকে প্রত্যাহার করে সমকামিতাকে ‘অপরাধ’-এর তকমা থেকে মুক্তি দিয়েছে।কিন্তু তাসত্ত্বেও বিবাহের এই ধারণাটি সম্পূর্ণ ভাবে সমাজ স্বীকৃত ও সমাজ অনুমোদিত এই নিয়ে এখনো বিতর্ক রয়েছে।কিন্তু বর্তমান সময়ে বিবাহের এই ধারণাটি ক্রমে ক্রমে সমাজ অনুমোদিত হচ্ছে।বিবাহের এই নতুন বিষয় গুলো বিবাহের ধারণায় ও সংজ্ঞায় নতুন করে জায়গা করে নিচ্ছে।তাই বিবাহের পুরোনো ধারণাটিও ক্রমে ক্রমে পরিবর্তন হচ্ছে।
●তথ্য সূত্র:-
১)সমকামী নবদম্পতি, পরিবারিক সম্মতিতে টোপর মাথায় বিয়ে বাঙালি যুবকের (Updated: Dec 21, 2021, 08:18 AM IST)
https://zeenews.india.com/bengali/lifestyle/a-gay-couple-has-entered-into-a-wedlock-first-time-in-telugu-states_416127.html
২)কোর্টের আদেশে মিল হল সমকামী যুগলের!(২৮ নভেম্বর ২০২২, ১৯:১০)
https://www.anandabazar.com/lifestyle/relationship/kerala-lesbian-couple-once-separated-by-families-turns-brides-in-wedding-photoshoot-dgtl/cid/1387797
৩)প্রথম রূপান্তরকামী বিয়ে দেখলো কলকাতা (22 নভেম্বর,2018)
https://fb.watch/l4Z7XIpdhZ/?mibextid=Nif5oz
৪)বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এক রুপান্তরকামী জুটি,
(By Purabi Jana
Updated: Friday, August 9, 2019, 15:39 [IST])
https://bengali.boldsky.com/insync/transgender-couple-tie-the-knot-in-west-bengals-first-rainbow-wedding-004438.html
৫)সমকামী বিয়ের আইনি,
(হিরামন পাল, কলকাতা
প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৩, ১০:০৮ এ.এম.)
https://ekattorpost.com/international-news/11203
৬)একাই বিবাহবার্ষিকী পালন করলেন নিজেকে বিয়ে করা তরুণী!(কলকাতা,১১ জুন ২০২৩ ১৪:০২)
https://www.anandabazar.com/lifestyle/relationship/kshama-bindu-indias-first-woman-who-married-herself-celebrates-her-first-wedding-anniversary-dgtl/cid/1436740
জয়দেব বেরা
(তরুণ কবি,বই লেখক,প্রাবন্ধিক, সমাজকর্মী,সাহিত্য পত্রিকার সম্পাদক এবং গেস্ট লেকচারার, সমাজতত্ত্ব,
সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং এবং গভর্মেন্ট কলেজ অফ নার্সিং,উলুবেড়িয়া)
জয়দেব বেরার এই নিবন্ধ থেকে কিছু জানলাম। তিনি সব লেখাই খুব গুছিয়ে লেখেন। তবে কোনো-কোনো লেখার সাথে সব জায়গায় মিলতে পারিনা। সেটা আলাদা ব্যাপার। তবে তিনি একজন উল্লেখ্য গবেষক-সাংবাদিক। তার লেখা চাই