নিজস্ব প্রতিনিধি, গ্লোবাল নিউজ,
৮ই জুন, বৃহস্পতিবার, সুতি
ঘোষণা হয়ে গেল পঞ্চায়েত ভোটের দিনক্ষণ
পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল আজ মুখ্য নির্বাচন আধিকারিক রাজীব কুমার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন আজ থেকে ঠিক এক মাস বাদে অর্থাৎ ৮ই জুলাই অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। বাইশটি জেলায় এই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে এক দফায় নির্বাচন হবে।
আগামী ১৫ তারিখ থেকে মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। এরপর থাকবে মনোনয়নপত্র স্কুটিনিএবং সবশেষে মনোনয়ন প্রত্যাহার করবার সময় দেওয়া হবে একদিন। নির্বাচনের ১৫ দিন আগেই সমস্ত প্রচার বন্ধ করে দিতে হবে। এবারে রাজ্য পুলিশ দিয়েই নির্বাচন সংগঠিত করার কথা ভাবছে নির্বাচন কমিশন।
ইতিমধ্যেই বিভিন্ন দল থেকে তাদের দেওয়াল লিখন এবং প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত এই জুন মাসেই শেষ হয়েছে পঞ্চায়েতের মেয়াদ। তাই কবে হবে পঞ্চায়েত ভোট তা নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। মধ্যেই বিজেপি তৃণমূল জানিয়ে দিয়েছে তারা এই পঞ্চায়েত নির্বাচনের জন্য সব রকম ভাবে প্রস্তুত রয়েছে।