নিজস্ব প্রতিনিধি, কলকাতা
বুধবার, ৫ ই এপ্রিল.
পারিবারিক জীবনে স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পর্ক
জয়দেব বেরা
(গেস্ট লেকচারার, সমাজতত্ত্ব,
সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং এবং গভর্মেন্ট কলেজ অফ নার্সিং,উলুবেড়িয়া এবং বই লেখক )
মানবসমাজে পরিবার হল একটি অন্যতম প্রাথমিক গোষ্ঠী।এটি হল সমাজ জীবনের একক সরূপ।বার্জেস ও লকের মতে,”পরিবার হল বিবাহ ,রক্তের সম্পর্ক বা দত্তক সূত্রে আবদ্ধ গোষ্ঠী যারা অভিন্ন বাসগৃহে বসবাস করে;যথাযোগ্য সামাজিক ভুমিকানুযায়ী পরস্পরের সাথে আন্তঃক্রিয়া ও সংযোগ সম্পর্কে সামিল হয়ে এক অভিন্ন সংস্কৃতি গড়ে তোলে।”
পরিবারের মধ্যে স্বামী-স্ত্রী’রা অন্যান্য সদস্যদের নিয়ে এক সুখের এবং শান্তির নীড় রচনা করতে চায়।পরিবারের সদস্যরা তাদের চাওয়া-পাওয়া গুলোকে পরিবারের থেকেই পূরণ করে থাকে।এই চাওয়া-পাওয়াকে তৃপ্তি করার জন্য তাদের পারস্পরিক সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।পারিবারিক জীবনে বিভিন্ন ধরণের পারস্পরিক সম্পর্ক লক্ষ্য করা যায়।যেমন- স্বামী-স্ত্রীর সম্পর্ক,পিতা-মাতার সঙ্গে সন্তানের সম্পর্ক,ভাই-বোনের মধ্যে সম্পর্ক, শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে বধূর সম্পর্ক প্রভৃতি।
● স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক :-
একটি পরিবারে স্বামী-স্ত্রীর সম্পর্ক সবচেয়ে গভীর ও বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী-স্ত্রী যখন একসাথে পথচলা শুরু করে তখন তাদের মধ্যে ভালোবাসা,আনন্দ এবং সুখের অনুভূতি থাকে।পারিবারিক জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে কিছু দায়িত্ব ও কর্তব্য থাকে।যেমন – ক) পরস্পরের প্রতি আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, এবং সহানুভূতি থাকা প্রয়োজন, খ)পরস্পরের মতামত কে গুরুত্ব দেওয়া এবং সিদ্ধান্ত গ্রহণে যৌথ সহযোগিতা কাম্য, গ) স্বামী-স্ত্রী উভয় যদি বাইরে কর্মরত হয় তাহলে পরস্পর পরস্পরের অসুবিধা গুলোকে বোঝা, ঘ) যৌথ ভাবে পারিবারিক আর্থিক পরিকল্পনা করা, ঙ) উভয়ের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ কে গুরুত্ব দেওয়া প্রভৃতি।
স্বামী-স্ত্রীর সুসম্পর্কের জন্য কিছু কর্তব্যও রয়েছে।যেমন-
●স্বামীর কর্তব্য:- স্বামীর কর্তব্য গুলি হল-
ক) স্ত্রীর প্রতি সহানুভূতিশীল হতে হবে, খ)স্ত্রীকে কাজে সহযোগিতা করতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য সুপরামর্শ দিতে হবে, গ) স্ত্রীর ছোট ছোট চাহিদা গুলোকেও পূরণ করতে হবে এবং স্ত্রীকে সময়ও দিতে হবে, ঘ)শারীরিক-সামাজিক-
মানসিক ও অর্থনৈতিক ভাবে স্ত্রীর পাশে থাকতে হবে এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে সাহায্য করতে হবে। সর্বোপরি, স্বামীকে স্ত্রীর সাথে বন্ধু ও পথপ্রদর্শক হয়ে সাংসারিক বন্ধনে আবদ্ধ থাকতে হবে।
● স্ত্রীর কর্তব্য:- স্ত্রীর কর্তব্য গুলি হল-
ক) স্ত্রীকে হতে হবে সহনশীল, ধৈর্যশীল, কর্মে দক্ষ,সুবিবেচক, খ)স্বামীর কাজে সহযোগিতা করা এবং স্বামীর দুঃখ-কষ্টে হতে হবে সহানুভূতিশীল সহধর্মিণী, গ)স্বামীকে সাথে নিয়েই সংসার সুপরিচালনা করা, ঘ) স্বামীর প্রতি বিশ্বাস রাখা এবং শারীরিক-মানসিক-সামাজিক দিক দিয়ে পাশে থাকা প্রভৃতি।
উপরিউক্ত এই বিষয় গুলোকে মান্য করলেই পারিবারিক জীবনে স্বামী-স্ত্রীর সম্পর্ক গুলো খুব সুন্দর হয়ে উঠবে।স্বামী-স্ত্রী উভয়েই সুখে-শান্তিতে , আনন্দে দাম্পত্য জীবনকে ভরিয়ে তুলতে পারবে।