নিজস্ব প্রতিনিধি, মালদা
8th March 2023, Wednesday
Global Newz
হরিশ্চন্দ্রপুরে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের একটি যোগদান কর্মসূচি
পশ্চিমবঙ্গের তৃণমূল দলটি রয়েছে পুলিশের উপর নির্ভর করে হরিশ্চন্দ্রপুরে কংগ্রেসের যোগদান সভায় তৃণমূলকে ওপেন চ্যালেঞ্জ করলেন প্রাক্তন বিধায়ক। তিনি যেদিন পুলিশকে হুমকার দিয়ে বলেন 24 ঘন্টা নীরব হয়ে থাকুন সাধারণ মানুষ এই তৃণমূলকে ছুড়ে ফেলে দেবে। তিনি আরো দাবী করেন পুলিশের লাঠি খেয়ে জেলে যাব রক্ত দিতে হয় তাও দেব তবু বুথ লুট এবং ভোট লুট করতে দেব না কোন ভাবেই এমনটাই দাবি কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মুস্তাক আলমের বুধবার হরিশ্চন্দ্রপুর মশালদহ গ্রাম পঞ্চায়েতের সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের একটি যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এখানে মশালদহ গ্রাম পঞ্চায়েত থেকে দুই শতাধিক তৃণমূল কর্মী কংগ্রেসের যোগদান করেন। পঞ্চায়েত নির্বাচনের আগে এই যোগদানকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক যদিও তৃণমূলের দাবি এই যোগদান সম্পূর্ণ ভুয়ো। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম ছিলেন কংগ্রেস নেতা আবুল কাশেম ও বিমান বিহারী বসাক যুব কংগ্রেসের সভাপতি আজহার মল্লিক কংগ্রেস নেতা জিয়াউর রহমান চৌধুরী আনিসুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন তৃণমূলের ১০০ দিনের কাছ থেকে শুরু করে আবাস যোজনার দুর্নীতি নিয়ে কটাক্ষ করেন কংগ্রেস নেতারা। যদিও তৃণমূলের দাবি ওই সভায় ৫০০ জন লোক উপস্থিত হয়নি কিভাবে যোগদান করালো কংগ্রেস।