পুলিশের মানবিক রূপ দেখে খুশি পরিবার এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের
নিজস্ব প্রতিনিধি,
Global Newz,
১লা মার্চ ২০২৩
বুধবার সুতি
পুলিশ যে শুধুমাত্র অপরাধীদের শায়েস্তা করবার কাজ করে তাই নয় অনেক সময় মানুষের পাশে এসেও দাঁড়াতে দেখা যায় পুলিশদের বিশেষ করে পুলিশ সমাজের বন্ধু তার জলজ্যান্ত প্রমাণ পাওয়া গেল আজ। হুগলি গার্লস হাইস্কুলের ছাত্রী, তোর্নিষ্ঠা কুন্ডু আজ মাধ্যমিকের এডমিট কার্ড পরীক্ষা কেন্দ্রে আনতে ভুলে গিয়েছিলেন অথচ আজ ছিল মাধ্যমিকের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা তার পরীক্ষা কেন্দ্র পড়েছিল কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠ।
এদিকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পেরে রীতিমত কান্নায় ভেঙে পড়েন ওই ছাত্রী সেই সময় চন্দননগর পুলিশ কমিশনারের চুঁচুড়া থানার এসআই হিমাদ্রি চক্রবর্তী কর্তব্যরত ছিলেন তিনি তৎক্ষণাৎ ছাত্রটিকে কান্নাকাটি করতে দেখেন এবং তার কাছ থেকে গোটা ঘটনাটি জানতে পারেন এমন অবস্থায় তিনি নিজের ছাত্রদেরকে নিজের বাইকে করে বসিয়ে বাড়িতে নিয়ে যান সেখান থেকে ওই ছাত্রী এডমিট কার্ড নিয়ে আসেন ।
ছাত্রীকে তিনি পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসেন এবং ছাত্রীটির যথাসময়ে পরীক্ষায় বসার ব্যবস্থা করে দেন পুলিশের এই মানবিক রূপ দেখে সকলেই খুব খুশি খুশি ওই ছাত্রী নিজে এবং তার পরিবারের সকলের ওই পুলিশ কর্মীকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন তারা এদিকে ওই পুলিশ কর্মীকে ধন্যবাদ জানান,স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের দাবি এভাবে যদি সমাজের বন্ধু হয়ে পুলিশ এগিয়ে না আসতো তবে ওই ছাত্রীর একটা বছর নষ্ট হয়ে যেত।