ডক্টরেট সম্মাননায় সম্মানীত হলেন মুর্শিদাবাদের চার কবি
শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
নিজস্ব প্রতিনিধি ডোমকল:
মুর্শিদাবাদ জেলার চার বিশ্বজয়ী কবি ও সাহিত্যিক আফ্রিকা মহাদেশের মরোক্কোর International Academy of Cultures থেকে পেলেন সম্মানীয় ডক্টরেট ডিগ্রী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মরোক্কোর এই অনলাইন প্রতিষ্ঠানটি গত ১১ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখে আয়োজন করেছিল একটি বিশেষ থিসিস লেখনী প্রতিযোগিতার, যার বিষয় ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও তার তাৎপর্য।
এই থিসিস লেখনী প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন সারা বিশ্ব থেকে প্রায় শতাধিক কবি ও লেখক, যাদের মধ্যে ছিলেন মুর্শিদাবাদ জেলার অরঙ্গাবাদের মহেন্দ্রপুরের দ্বিভাষিক কবি, লেখক, সম্পাদক ও সাংবাদিক মোঃ ইজাজ আহামেদ
এবং ডোমকল পৌরসভার অধীনস্থ তিন বিশিষ্ট কবি ও সাহিত্যিক। এরা হলেন দ্বিভাষিক কবি ও সাহিত্যিক ইমদাদুল ইসলাম, কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক আশিকুল আলম বিশ্বাস, কবি ও সাহিত্যিক সাইফুল ইসলাম, যাঁদের সকলকেই ইন্টারন্যাশনাল একাডেমি অব কালচার এর তরফ থেকে ২৪শে ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বিজয়ী হিসাবে সম্মানীয় ডক্টরেট ডিগ্রী প্রদান করা হয়। তাঁর লেখা বাংলাদেশের দৈনিক মানব বার্তা, খড়কুটো, চিরকুট ইত্যাদি, মধ্যপ্রাচ্যের কয়েকটি পত্রিকায়, ইতালির ‘দ্য তথ্য পুঞ্জ’, আমেরিকার The Prodigy, -এর মত আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশ হয়ে থাকে। কবি মোঃ ইজাজ আহামেদ- এর কবিতা আরবী ও চীনা ভাষায় অনুবাদ হয়েছে। উল্লেখ্য মোঃ ইজাজ আহামেদ ও ইমদাদুল ইসলাম এর পূর্বেও বিশ্বের বিভিন্ন সাহিত্য একাডেমি, মানবাধিকার সংস্থা ও ইউনিভার্সিটি থেকে একাধিক আন্তর্জাতিক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী লাভ করেছেন ।মোঃ ইজাজ আহামেদ এটি নিয়ে তাঁর আটবার অনারারি ডক্টরেট পাওয়া হলো।
ইমদাদুল ইসলাম এর লেখা কবিতা ও সাহিত্য কর্ম ইতালির Taifas litetaray magazine, World Literary Art Impressions, মিসরের The Arab evining, The Elite সহ বিশ্বের একাধিক গণ মাধ্যমে প্রকাশ হয়ে থাকে বলে জানা যায়। মরক্কো থেকে ভারতীয় আরও যাঁরা সম্মানীয় ডক্টরেট পেলেন তাঁরা হলেন চিত্তরঞ্জন মিশ্র ও জাবেদ বদর এবং প্রতিবেশী বাংলাদেশ থেকে পেলেন কবি মোঃ তোফাজ্জল আলী ভূঁঞা ও রবিউল ইসলাম।
এটা গর্বের বিষয় যে, এই চার সম্মানীয় কবি ও সাহিত্যিক শুধু মুর্শিদাবাদ জেলারই নয় তাঁরা বিশ্ব দরবারে মুখ উজ্জ্বল করলেন আমাদের দেশ সমগ্র ভারতবর্ষের।
সত্যি নিজেদের রাজ্যের এলাকা নিয়ে কিছু জানিনা। মরক্কোর International Acadey of Cultures থেকে মুর্শিদাবাদ জেলার চার জন কবি সাহিত্যিক পেলেন ডক্টরেট উপাধী। প্রতিবেশি দেশ বাংলাদেশ থেকে কেউ পেয়েছেন এই পুরস্কার। সারা বিশ্বের সাপেক্ষে এই পুরস্কার, সম্মান, আমি শুভেচ্ছা জানাই।
সত্যি নিজেদের রাজ্যের এলাকা নিয়ে কিছু জানিনা। মরক্কোর International Academy of Cultures থেকে মুর্শিদাবাদ জেলার চার জন কবি সাহিত্যিক পেলেন ডক্টরেট উপাধী। প্রতিবেশি দেশ বাংলাদেশ থেকে কেউ পেয়েছেন এই পুরস্কার। সারা বিশ্বের সাপেক্ষে এই পুরস্কার, সম্মান, আমি শুভেচ্ছা জানাই।