পরীক্ষার সমস্ত খুঁটিনাতেই খতিয়ে দেখতে বেরোলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়
২৩ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার,
নিজস্ব প্রতিনিধি, জঙ্গিপুর:
GLOBALNEWZ.ONLINE, SAIDUL ISLAM
শুরু হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা রাজ্যের বিভিন্ন প্রান্তে কেমন চলছে এই পরীক্ষা তা খতিয়ে দেখতে এবার এই পরীক্ষার প্রস্তুতি এবং পরীক্ষার সমস্ত খুঁটিনাতেই খতিয়ে দেখতে বেরোলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মাধ্যমিক পরীক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে যা যা নির্দেশিকা জারি করা হয়েছে তা ঠিকঠাক ভাবে পালিত হচ্ছে কিনা তা দেখতেই তিনি উপস্থিত হয়েছেন। শুক্রবার সকাল সকাল তিনি বন্ধে ভারত এক্সপ্রেসের চেপে পৌঁছে যান মালদায়।
এই প্রথমবার মাধ্যমিক পরীক্ষার ইতিহাসে জেলার কোনো পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এলেন পর্ষদ সভাপতি এদিন শুধুমাত্র মালদহ নয় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। মাধ্যমিক পরীক্ষা নিয়ে করাকরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গোটা রাজ্যে বিশেষ করে প্রতিটি স্কুলে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। নকল রুখতে আরো নানাণ পদক্ষেপ গ্রহণ করা হয়।
মালদা এসে তিনি উমেশ চন্দ্র বাস্তুহারা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যান এরপর সেখান থেকে কৃষ্ণ মোহন বালিকা বিদ্যালয় সহ আরো বিভিন্ন স্কুলে ঘুরে দেখেন। তিনি এদিন সন্তোষ প্রকাশ করে বলেন পরীক্ষার ব্যবস্থাপনা আমি দেখলাম এবং সবকিছু ঠিকঠাক আছে বিশেষ করে রাজ্য এবং জেলা প্রশাসন হাতে হাত রেখে কাজ করছে। তিনি আরো বলেন প্রশ্নপত্র ফাঁস শুরুতেই বিভিন্ন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ এই প্রতিটি জেলায় ঘুরে আমি যথেষ্ট সন্তুষ্ট।