হারিয়ে যাওয়া ফোন উপভোক্তাদের হাতে ফেরত দিল মুর্শিদাবাদের আজিমগঞ্জ জিআরপি
মানুষের দৈনন্দিন জীবনে অন্যতম প্রয়োজনীয় একটি উপকরণ হল মোবাইল ফোন। প্রযুক্তির সঙ্গে সঙ্গে মানুষ আরো স্মার্ট হচ্ছে এবং ব্যবহার করছেন স্মার্টফোন। এই স্মার্টফোনের চাহিদা বেশি থাকায় রাস্তাঘাটে স্মার্ট ফোন চুরি হওয়ার ঘটনা সবচেয়ে বেশি। এবার হারিয়ে যাওয়া ফোন উপভোক্তাদের হাতে ফেরত দিল মুর্শিদাবাদের আজিমগঞ্জ জিআরপি।
বিশেষ করে স্টেশনে বা ট্রেনের ওপর যাদের ফোন হারিয়ে গিয়েছিল তাদের ফোন মালিকদের হাতে তুলে দিলেন জিআরপি আধিকারিকরা। কারণ হয়তো দুই মাস আগে আবার কারোর হয়তো পাঁচ মাস কেউ আবার হয়তো বছরখানেক আগে নিজের সাধের ফোনটি হারিয়ে ফেলেছেন। ফোন হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা আজিমগঞ্জ জিআরপির কাছে অভিযোগ দায়ের করেছিলেন।
সেই সমস্ত হারানো ফোন গুলো উদ্ধার করে হারানো প্রাপ্তি কর্মসূচি মাধ্যমে আজিমগঞ্জ জিআরপির আধিকারিকরা উপভোক্তাদের হাতে তাদের ফোন ফিরিয়ে দিলেন। নিজেদের হারানো ফোন ফেরত পেয়ে অত্যন্ত খুশি উপভোক্তারা তারা জানিয়েছেন পুলিশ সমাজের বন্ধু। মানুষের পাশে এভাবে দাঁড়ানোই আমরা সবাই আনন্দিত