বেশ কয়েক মাস ধরে অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল সুতির গোঠা AR রহমান উচ্চ বিদ্যালয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার করা হচ্ছে ভুয়ো শিক্ষকদের। কেউ ওএমআর শিট নকল করে চাকরি পেয়েছেন আবার কেউ কোনরকম পরীক্ষা না দিয়েই জালিয়াতি করে টাকা দিয়ে চাকরিতে ঢুকে গিয়েছেন। কেউ উচ্চ মাধ্যমিক পাশ করে অংক শেখাচ্ছেন দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের আবার কেউ বাংলা নিয়ে পড়াশোনা করে পড়াচ্ছেন ইংরেজি।
আর আজ সুতির গোঠা এ আর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিশ তিওয়ারিকে গ্রেপ্তার করা হলো। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর গ্রেপ্তার প্রধান শিক্ষক। নিয়োগ পত্রের মেমো নম্বর নকল করে তার নিজের ছেলে অনিমেষ তিওয়ারিকে নিজের স্কুলেই নিযুক্ত করেছিলেন তিনি। কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বিচারপতি বিশ্বজিৎ বসু স্পষ্ট জানিয়ে দেন অনিমেষ তিওয়ারির চাকরি ভুয়া। বাবা যেহেতু স্কুলের প্রধান শিক্ষক তাই ক্ষমতার জোরে তিনি নিজের ছেলের চাকরি করিয়ে দিয়েছেন। নেই কোনো রকম যোগ্যতা অথচ ভূগোল পড়াতেন অনিমেষ।সরকারের ঘর থেকে মোটা অংকের বেতন পেতেন তিনি।
ঘটনা তদন্ত করছিল রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি অবশেষে সিআইডি টিমের সহযোগিতায় আশিশ তিওয়ারিকে গ্রেফতার করা হলো। জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয় বলে খবর পাওয়া গিয়েছে। ১৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবার আর্জি জানাবে সিআইডি টিম।