বিদেশ থেকে ডক্টরেট সম্মাননায় সম্মানীত হলেন বাংলার দ্বিভাষিক কবি ইমদাদুল ইসলাম ও মোঃ ইজাজ আহামেদ
নিজস্ব সংবাদাতা, সুতি; GlobalNewz.online
১০ ডিসেম্বর, মঙ্গলবার;
মাল্টিন্যাশনাল স্মার্ট গ্লোবাল ইউনিভার্সিটি ও গুড সামারিতান থিওলজিক্যাল সেমিনারি নাইজেরিয়া থেকে ডক্টরেট সম্মাননায় সম্মানীত হলেন দ্বিভাষিক কবি ও সাহিত্যিক ইমদাদুল ইসলাম ও মোঃ ইজাজ আহামেদ l।
ইমদাদুল ইসলাম- এর আন্তর্জাতিক শান্তির উপর লেখা সাহিত্য কর্মের জন্য গত ২৬ শে নভেম্বর ড. সাদেক ঘানেম মোহাম্মদ আল আউডি ইয়েমেন থেকে স্মার্ট গ্লোবাল ইউনিভার্সিটির তরফে এবং গত ২৮ শে নভেম্বর নাইজেরিয়ার গুড সামারিতান থিওলজিক্যাল সেমিনারির তরফে তাদের বাংলাদেশী প্রতিনিধি প্রফেসর ড. তানভীর শাহীন তাকে সম্মানজনক অনলাইন ডক্টরেট সার্টিফিকেট পাঠিয়ে আন্তরিক সাধুবাদ ও শুভকামনা জানান।
প্রসঙ্গত উল্লেখ্য , কবি ইমদাদুল ইসলাম-এর পূর্বেও ইউনাইটেড নেশন ও ইউনিসেফ দ্বারা স্বীকৃত একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও একাডেমি থেকে বেশ কয়েকটি সম্মানজনক ডক্টরেট সনদ ও প্রচুর অন্যান্য উচ্চ সম্মাননা সনদ লাভ করেছেন।
অন্যদিকে কবি, লেখক, ও সম্পাদক মোঃ ইজাজ আহামেদও একজন শান্তিপ্রেমী দ্বিভাষিক কবি ও সাহিত্যিক হিসাবে নাইজেরিয়ার গুড সামারিতান থিওলজিক্যাল সেমিনারির তরফে প্রফেসর ড. তানভীর শাহীনের মাধ্যমে আন্তর্জাতিক সম্মানজনক ডক্টরেট সার্টিফিকেট লাভ করেন গত ৩রা ডিসেম্বর ২০২২ সালে।
এছাডাও গত ৫ ডিসেম্বর তারিখে তিনি মধ্য প্রাচ্যের এলিট অ্যারাব ক্রিয়েটিভ ইউনিয়ন-এর তরফ থেকে বিশেষ সম্মানজনক ডক্টরেট সনদটিও লাভ করেছন। তিনি ৩১শে ডিসেম্বর মিশরের ‘দি ঈজিপশিয়ান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ অ্যাম্বাসেডরস ফর পিস অ্যান্ড হিউম্যান সাইন্সেস’ থেকে অনারারি ডক্টরেট পেয়েছেন। ২০২৩ সালের ৭ জানুয়ারি মধ্য প্রাচ্যের ‘মাসউদ ইন্টারন্যাশনাল ফোরাম ফর কালচার অ্যান্ড আর্টস’ থেকে সাম্মানিক ডক্টরেট পেয়েছেন। তিনিও এর পূর্বে ইউনাইটেড নেশন ও ইউনিসেফ দ্বারা স্বীকৃত একাধিক মানবাধিকার সংস্থা ও একাডেমি থেকে সম্মানজনক ডক্টরেট সম্মাননায় সম্মানিত হয়েছেন।
এই দুজন সম্মানীত সাহিত্যিকের বাসস্থানই পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলায়। সাহিত্যিক ইমদাদুল ইসলাম উক্ত জেলার ডোমকল পৌর সভার পিপঁড়াপুড়ি নামক গ্রামের বাসিন্দা। তিনি একাধিক দেশী ও বিদেশী পত্র পত্রিকায় লেখা লেখি করে থাকেন। যেমন, বাংলার রেনেসাঁ, স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা, আলোর সন্ধানে, সেতু ইত্যাদি। এছাড়াও ইতালি থেকে প্রকাশিত Taifas, The world literary impression সহ বেশ কিছু আন্তর্জাতিক ম্যাগাজিনেও তার লেখা প্রকাশ হয়ে থাকে। Mid Night in the Garden of Peace এবং We don’t want War, We Want peace নামক ইতালি থেকে প্রকাশিত দুটি World Anthology তেও তাঁর লেখা একাধিক কবিতা প্রকাশিত হয়েছে।
অন্যদিকে মোঃ ইজাজ আহামেদ বাস করেন মুর্শিদাবাদ জেলার সুতির অরঙ্গাবাদ- এর মহেন্দ্রপুর নামক গ্রামে। তিনিও একাধিক দেশ বিদেশের পত্র-পত্রিকা, জার্নাল ও যৌথ গ্রন্থে লেখালেখি করে থাকেন এবং তিনি ‘স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা’র সম্পাদক ও কাদেরী টাইমস্ সংবাদপত্রের উত্তরবঙ্গ সম্পাদক। মোঃ ইজাজ আহামেদ বাংলার রেনেসাঁ, জীবন সাহারা, ই-সৃষ্টি সারথি, হাওয়া, নবারুণ, অনুভূতির কথায়, বর্ণিক, বাংলাদেশের দৈনিক মানব বার্তা, খড়কুটো, আমেরিকা থেকে প্রকাশিত The Prodegy ইত্যাদি ম্যাগাজিনে প্রায় নিয়মিত লিখে থাকেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে এই দুজন সাহিত্যিকই WUN দ্বারা স্বীকৃত World Literary Forum for Peace and Human Rights এর নথিভুক্ত Peace Ambassador হিসাবে পদস্থ রয়েছেন।