নিজস্ব প্রতিবেদক, সুতি;
১০ই ডিসেম্বর, মঙ্গলবার:
এম আর ভ্যাকসিনেশনে চকলেট দিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহ বিডিও এইচ এম রিয়াজুল হকের।
হাম এবং রুবেলা ভ্যাকসিনের টিকাকরণ শুরু হয়েছে রাজ্য জুড়ে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশুদের এই টিকাকরণ আবশ্যিক বলে জানানো হয়েছে। বহুদিন আগে থেকেই অভিভাবক অভিভাবকদের মধ্যে সচেতনতা প্রচার শুরু হয়ে গিয়েছিল রাজ্য সরকারের তরফে। প্রতিটি সরকারি বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এই টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার থেকে। এম আর ভ্যাকসিনের ছাত্র-ছাত্রীদের এবার চকলেট দিয়ে অভ্যর্থনা জানালেন সুতির বিডিও এইচ এম রিয়াজুল হক। মুর্শিদাবাদ জেলার সুতির বহুতালি এক নম্বর প্রাইমারি বিদ্যালয় চত্বরে চলছিল এই ভ্যাকসিনেশন, আর সেখানেই আচমকা উপস্থিত হন তিনি। সুতি এক নম্বর ব্লকের আধিকারিক এইচ এম রিয়াজুল হক। এদিন তিনি উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের মনোবল বাড়ানোর জন্য তাদের হাতে তুলে দেন চকলেট। এদিন টিকা নিতে বেশ উৎসাহিত হতে দেখা যায় কয়েকশো ছাত্রছাত্রীকে।
বিডিও এইচ এম রিয়াজুল হক ছাড়াও আজকের এই কর্মসূচীতে অংশ গ্রহন করেন ব্যাংকের ক্যাশিয়ার আনিসুর রহমান ও যতীন বাস্কি, ইলেকশন ক্লার্ক তারিক আহমেদ।