আম্বেদকর কালচারাল কলেজের পরিচালনায় গুণীজন সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি কলকাতা,
২০ ডিসেম্বর:
মঙ্গলবার ৭৫ তম স্বাধীনতা বর্ষ স্মরণে আম্বেদকর কালচারাল কলেজের পরিচালনায় এবং নিউ বারাকপুর পিপলস এডুকেশন সোসাইটির আয়োজনে কলকাতার বৌবাজারে হেমন্ত বসু ভবনে কবি রত্ন সম্মাননায় ভূষিত হলেন মুর্শিদাবাদ জেলার কবি মোঃ ইজাজ আহামেদ, কবি আব্দুল মালেক এবং কবি আবদুস সালাম মহাশয় সহিত্যিক রত্ন সম্মাননায় এবং শিল্পী দেবব্রত দত্ত আম্বেদকর সমাজ আচার্য্য সম্মাননায় ভূষিত হয়েছেন। এদিন বিভিন্ন সম্মাননা প্রদান করা হয়। আম্বেদকর সমাজ আচার্য্য সম্মাননায় ভূষিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও একুশে পদক প্রাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, বিশিষ্ট লেখক সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল, কৃতিবাস স্মৃতি স্বর্ণ পদক সম্মাননায় ভূষিত হয়েছেন বিশ্বের সবচেয়ে বেশি বইয়ের লেখক পৃথ্বীরাজ সেন।
আম্বেদকর স্মৃতি স্বর্ণ পদক সম্মাননায় সম্মানিত হয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বঙ্কিচন্দ্র মণ্ডল, কলকাতা বিশ্বিদ্যালয়ের অধ্যাপক ড. সনৎ কুমার নস্কর, ডাঃ অরুণ কুমার রাজ, সনৎ কুমার দে, অভিজিৎ দত্ত। মহাপ্রাণ স্মৃতি স্বর্ণ পদক সম্মাননায় সম্মানিত হয়েছেন ড . এ . সুব্বিয়া, অ্যাডভোকেট সারদা প্রসাদ রায়, সঞ্জীৰ মণ্ডল।
গুরুচাঁদ স্মৃতি স্বর্ণ পদক সম্মাননায় সম্মানিত হয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডি. লিট ড . বিরাট চন্দ্র বৈরাগ্য, সুরেন্দ্র কুমার সিং, অনাদি মোসেল, কাজী ফয়জুর রহমান।
গৌতম বুদ্ধ স্মৃতি স্বর্ণ পদক পেয়েছেন অমলেন্দু চৌধুরী, ড . গোপাল ক্ষেত্রী, সচ্চিদা রামন সিনহা। কৃত্তিবাস স্মৃতি স্বর্ণ পদক সম্মাননায় ভূষিত হয়েছেন অনিল চন্দ্র ধর ( নিঃ ডাঃ বঃ সাঃ সঃ ), ধীমান পাল, কালিদাস ভদ্র।
নজরুল স্মৃতি স্বর্ণ পদক সম্মাননায় সম্মানিত হয়েছেন অধ্যক্ষ ড . আফসার আলী, আরো বেশ কয়েকজন।
সমাজ রত্ন সম্মাননায় সম্মানিত হয়েছেন সুখেন্দু কুমার মজুমদার, কর্নেল আনন্দ মোহন মজুমদার, বিজন হাজরা, কল্যাণ কুমার বিশ্বাস।
কানাইলাল বিশ্বাস। সাহিত্যিক রত্ন সম্মাননায় সম্মানিত হন বেশ কয়েকজন। সাংবাদিক রত্ন সম্মাননায় সম্মানিত হন সমীর সরকার, নারায়ণ চন্দ্র মজুমদার, প্রদীপ রায়, চিত্তপ্রিয় চ্যাটার্জী, অভিজিৎ দত্ত ।
শিল্পী রত্ন সম্মাননায় ভূষিত হন – জয়া বসু, স্বপন নন্দী প্রলয় রায় চৌধুরী।
উপস্থিত ছিলেন সংঠনের সম্পাদক দীলিপ দাস, অধ্যক্ষা জয়া বসু, সভাপতি মিলন বসু ও অন্যান্যরা।