বিজ্ঞান-ছড়াকার প্রয়াত কবি কৃষ্ণলাল মাইতি -র প্রতি কবিতা
SPECIAL CORRESPONDENT, GLOBALNEWZ.ONLINE.
KOLKATA,THURSDAY,3RD NOVEMBER,2022
About the poet :-
Ridendick Mitro ( ঋদেনদিক মিত্রো), professionally a poet-novelist-columnist- lyricist in English and Bengali languages seperately. Kolkara, India. These poems not translation, just differently written.
[ কবি কৃষ্ণলাল মাইতি, ১১-১১-১৯৪৮ — ২০ অক্টোবর ২০২২ ]
বিজ্ঞান-ছড়াকার প্রয়াত কবি কৃষ্ণলাল মাইতি -র প্রতি কবিতা
কোথায় কবি কৃষ্ণলাল, লিখতে বটে ছড়া,
বিজ্ঞানেরি কাহিনিতে ছিল সেসব গড়া,
বাঙালী তো, কিন্তু ছিলে স্যুট,প্যান্ট, বুট পরে,
হাসি মুখে চঞ্চলতায় রাখতে সভা ভরে।
বিজ্ঞানেরি গল্প মেশা ছড়া যখন পড়তে,
সভার মাঝে তুমি যেন নতুন জগত গড়তে,
ছেলে তখন সুইডেনেতে ছিল প্রফেসার,
সেখান থেকে বেড়িয়ে এসে কত কী ব্যাপার–
বলতে তুমি সেসব কথা ছেলের গৌরবে,
আমরা তখন হারিয়ে যেতাম সেসব অনুভবে।
নিজে ছিলে বিরাট পুলিশ অফিসারের পদে ,
বলতে তুমি সেসব কথা কী করেছ কবে।
কী ভাবে সব ঝামেলাকে তুমি পোহাতে,
এসব গল্পে কাটিয়ে দিতাম, তোমারই সাথে।
প্রশংসিত হতে তুমি তোমার ছড়া লেখায়,
কত কী জ্ঞান, অনুভুতি ছোটদেরকে শেখায়।
বড়রাও তো সেসব শুনে হতাম চমকিত,
তোমার ছড়ায় ছিলো এত আস্বাদ আবৃত।
তোমার জন্ম ১১-১১ উনিশশো আটচল্লিশ,
হঠাৎ প্রয়ান ২০শে অক্টোবরে দুহাজার বাইশ।
…………………………………………………………………