কবিতা – কবি নারায়ন আচার্য স্মরণে
[ A poem to late Narayan Acharya, one of the good juvenile poets in Bengal. India, Resided at Sonarpur, kolkata -150, Near a big dry lake. — The poem written by Ridendick Mitro ]
——————————————-
Special Bureau, Murshidabad, India globalnewz.online:-
কবিতা – কবি নারায়ন আচার্য স্মরণে
ঋদেনদিক মিত্রো
নারায়ন আচার্য, আপনি —
কোথায় আপনি আজ, দেখা নেই!
সকলেই বলছে, আপনি তো কবে
মারা গিয়েছেন জানে সকলেই।
আমি বলি,
কী করে তা হতে পারে বটে,
এই তো দেখছি সোনারপুরে এ-পি-নগরে
ঝিলপাড় দিয়ে হাঁটছেন।
আর, আমাকে তখন —
‘ঋদেনদিক’ বলে ডাকছেন।
পত্রিকা বের করতেন,
চাকরিও করতেন সেই সাথে,
জীবনকে জ্ঞান দিয়ে গড়তেন,
এভাবে গড়েছিলেন জীবনটাকে।
কী এক নীরবতা-মাখা ছিলো —
আপনার জীবনটা গড়া,
লিখতেন কী সুন্দর —
ভাবে আর ছন্দে —
কত রকমের ছড়া।
ঝিলের পাশেই ছিল বাড়ি,
চুপচাপ বেরুতেন —
চুপচাপ ঢুকতেন —
কাজ শেষে ফিরতেন —
ঘরে তাড়াতাড়ি,
কোনোদিন বিকেলে বা রাতে দেখতাম —
আপনার একা হেঁটে হাওয়া,
নিজের মতন করে নিজেকে পাওয়া,
এই নিয়ে জীবন-চলা,
সাহিত্য নিয়ে সভা করতেন বাড়িতে,
কারো সাথে নিজের মতন কিছু বলা,
এই ভাবে জীবনটা চলা।
পরিবারেও ছিলেন তো আপনি
একটা অন্য নীরবতায়,
সাহিত্য নিয়ে কত চিন্তায়,
নিজের মতন একা-একা,
সেইসব আর হবে না তো —
আপনার সাথে আমাদের,
তবে হারানো সেসব ছবি
স্মৃতিতে — আজও যায় দেখা।
আপনি ওখানে একা,
আমরা এখানে একা।
—————————————-
ঋদেনদিক মিত্রো (Ridendick Mitro)
পেশায় ইংরেজী ও বাংলাভাষায় কবি-উপন্যাসিক-গীতিকার-কলামনিস্ট। কলকাতা,ভারত।
——————————-