সুতি -১ – এর বিডিও এইচ.এম রিয়াজুল হক শিক্ষকের ভূমিকায় কেন?
নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ, globalnewz.online:
মুর্শিদাবাদ জেলায় সুতি-১ নং ব্লকের বিডিও কোনো ভাবেই চুপচাপ বসে থাকতে পারেন না। দায়বদ্ধ চাকরি তাঁর ভালো লাগে না। তাই, সমাজের পিছিয়ে থাকা পরিবারে বিশেষ ধরনের সমাজ কল্যানের চাকরির জন্য শিক্ষকের ভুমিকায় নেমেছেন তিনি।
বর্তমানে সুশিক্ষিত যুবক যুবতীদের কথা মাথায় রেখে বিডিও এইচ এম রিয়াজুল হক বিনামূল্যে কোচিং সেন্টারের শুভরাম্ভ করেন। আজ শনিবার, ১৭- ই সেপ্টেম্বর ২০২২, আমাদের এক প্রতিনিধি কোচিং সেন্টারে গিয়ে লক্ষ্য করে যে, বিডিও এইচ এম রিয়াজুল হক নিজেই ছেলেমেয়েদের ক্লাস নিচ্ছেন। এই রকম এক মহৎ উদ্যোগের কথা বিডিও-কে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে জানান যে, বর্তমানে যুবক যুবতীদের মধ্যে WBCS পরীক্ষার বিষয়ে খুবই কম জ্ঞান, বিশেষ করে গ্রাম্য এলাকায়। আর এই পরীক্ষাকে কেন্দ্র করেই বিডিও তথা আমলা হওয়ার প্রস্তুতি করাচ্ছেন।
আরও জানা গেছে যে, বিশেষ করে সেই সব ছেলেমেয়ে যারা অর্থের অভাবে কোনও প্রকারের কোচিং বা প্রশিক্ষণ নিতে পারছে না, তাদের এই বিনা মূল্যে প্রশিক্ষণ আমলা হওয়ার উপযোগী করতে সাহায্য করবে।
এছাড়াও তিনি জানান যে, যেকোনো ছাত্র ছাত্রী ফ্রীতে এই কোচিং নিতে পারেন। এবং তিনি মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করবেন। তাছাড়া সুতি-১ ব্লকে এসে যোগাযোগ করতে পারবেন বোলেও তিনি জানান।
কিন্তু আমরা তাঁর কাছে আলাদা কিছু দাবি করব, তিনি একজন কবি ও জ্ঞান চর্চায় সময় দেন। এবং সমাজ নিয়ে ভাবেন।
বলছি এটাই যে, WBCS, IAS, এইসব হলেই কেউ উন্নত হয় না, যদি সে হয় ভুল ব্যাবস্থার অধীনে পুতুল।
তাই, সেই সব ছাত্রছাত্রীদের তিনি এমন করে গড়ে তুলুন যাতে তারা নিরপেক্ষ চিন্তা করার ক্ষমতা অর্জন করতে পারে ও সৎ সাহসী হয়।
না হলে তারা হবে শিক্ষিত দানব।
তাই ডিগ্রীটা বড় নয়,মনের বিকাশ ও স্বভাবের উন্নরন আসল জিনিস।
তা বলে আমরা হক সাহেবকে নিরাশ করছি না। বরং আমরা আশা করি তাঁর৷ পক্ষে এইসব করা সম্ভব অনেকটাই।
ভুল বলে থাকলে তিনি যেন আমাদের ক্ষমা করেন।