বেসরকারিকরণের প্রভাব পড়ল মুর্শিদাবাদের ফারাক্কার বেনিয়াগ্রাম এলাকায়।
শনিবার,২রা জুলাই,ফারাক্কা :-
পুলিশের সঙ্গে গ্রামবাসীদের মধ্যে বচসা হয় আর সেই বচসাকে কেন্দ্র করে হয় সংঘর্ষ। এই সংঘর্ষের পিছনে কারণ জানলে হয়তো আপনিও স্তম্ভিত হয়ে যাবেন। জানা যায় যে, সরকারের এবং আদানি গ্রুপের
মধ্যে একটি বৈদ্যুত িক তার নিয়ে চুক্তি হয় আর এই চুক্তিটি হলো আদানি গ্রুপ ঠিকাদার বাংলাদেশে বিদ্য ুৎ সরবরাহ করবে। আর এই বিদ্যুৎ সরবরাহ করার জন্যই বৈদ্যুতিক তার বসানোর ব্যবস্থা চলছে। আর এই তার বাংলাদেশ নিয়ে যাওয়ার জন্য মুর্শিদাবাদের ফারাক্কার বেনিয়াগ্রামে বৈদ্যুতিক খুঁটি নির্মাণের বিরুদ্ধে গ্রামবাসীরা সবর হয়।
আর পুলিশ এবং গ্রামবাসীদের মধ্যে বচসা শুরু হলেই পরিস্থিতি সংঘর্ষে পরিণত হয় এবং আহত হন বেশ কিছু গ্রামবাসী এবং পুলিশ কর্মীরা ও। দিনের পর দিন গ্রামবাসীরা বৈদ্যুতিক তার বসানোর বিরুদ্ধে সবর হলেও পুলিশ কিন্তু গ্রামবাসীদের তাড়ানোর চেষ্টায় রয়েছে।
ঘটনাস্থলে ফারাক্কার বিরোধী জেলা পরিষদ সদস্য আসিফ ইকবাল এসে পুলিশ এবং গ্রামবাসীদের সাথে কথা বলেন কিন্তু পরিস্থিতি এততাই উত্তপ্ত ছিল যে পুলিশের সাথে জেলা পরিষদ সদস্য আসিফ ইকবাল ও আহত হন।
I wanted to thank you for this wonderful read!! I definitely enjoyed every bit of it. I have got you book-marked to check out new things you postÖ