পদযাত্রার মধ্য দিয়ে উদযাপিত হলো 23শে জুন পলাশী দিবস।
নিজস্ব প্রতিনিধি, পলাশী;-
আজ 23 এ জুন আর আজকের দিনেই পলাশী দিবস উদযাপিত হলো। এবং এই দিনকে সামনে রেখে লালবাগ অস্তাবন মোড় থেকে শুরু করে হাজারদুয়ারি এবং ইচ্ছাগঞ্জ ঘাট পাড় হয়ে হিরাঝিল পর্যন্ত একটি রেলী বের হয় আর এই রেলিতে যোগদান দেন টোটোচালক, ঘোড়ার গাড়ি চালক সহ সমস্ত ইতিহাস প্রেমী মানুষজন।
এই দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাদেশের খুলনা থেকে আগত সুরাজদুল্লার দশম বংশধর সৈয়দা মোহাম্মদা এবং লালবাগের এস্ ডি পি ও বিক্রম প্রসাদ ।
এছাড়াও উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ এবং 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট অনিল চুররিয়া সহ বহুবিশিষ্ট ব্যাক্তিরা।
আরও জানা যায় যে নবাব সিরাজদ্দৌলার ভগ্নপ্রায় মনসুরগঞ্জ বা হীরাঝিল প্রাসাদে পলাশীর সহীদ দের সরণে সহিদ মিনারের ভিত্তিপ্রস্থ স্থাপন করা হয় । এছাড়াও বৃক্ষ রোপন করা হয় এবং একটি বৃক্ষের নাম দেওয়া হয় মিরমদন ।