লাইফ পার্টনার নির্বাচনের বিবেচ্য বিষয়
জয়দেব বেরা
(অতিথি অধ্যাপক, বই লেখক,সমাজচিন্তনক, সম্পাদক, সমাজকর্মী এবং MIND WELLNESS ACADEMY এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান)
সবার জীবনে চাই একজন পছন্দের জীবন সঙ্গী বা লাইফ পার্টনার।জীবন সঙ্গী তো সেই, যে সারাজীবনের সঙ্গী,সর্বক্ষণের সঙ্গী,সাত জন্মের সঙ্গী,সুখ-দুঃখের সঙ্গী,ভালোবাসার সঙ্গী।সবাই আশা করে তার জীবন সঙ্গী হবে একজন সুন্দর, স্মার্ট,শিক্ষিত,রোমান্টিক, ভদ্র, সভ্য,শ্রদ্ধাশীল ও আদর্শ পরায়ণ ভালো মনের মানুষ। কিন্তু সব সময় তা হয়ে উঠে না বা সবার মধ্যে সমস্ত গুণও থাকে না। শতভাগ পারফেক্ট বলে কোনো মানুষ হয় না।সবার মধ্যে কিছু না কিছু কমতি থেকেই যায়।কিন্তু তার মধ্যে থেকেও আমাদেরকে একজন ভালো ও উত্তম জীবন সঙ্গীকে বা লাইফ পার্টনারকে বেছে নিতে হবে।লাইফ পার্টনার নির্বাচন জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় ও সিদ্ধান্ত।অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিতে হয়,না হলে পরবর্তীকালে জীবনে নানান সমস্যা ও বাধা আসতে পারে,এমনকি সম্পর্ক ভেঙে যেতে পারে।তাই এই সিদ্ধান্ত নেওয়ার পূর্বে বিভিন্ন বিষয় গুলোকে মাথায় রাখতে হবে।একজন ভালো লাইফ পার্টনারই পারে জীবনটাকে সুন্দর করে ,রঙিন করে গুছিয়ে তুলতে।তাই লাভ ম্যারেজ হোক কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ সব ক্ষেত্রেই একজন ছেলে ও মেয়ে উভয়কেই লাইফ পার্টনার বা জীবন সঙ্গী নির্বাচন করতে হলে মূল কিছু বিবেচ্য বিষয়কে অনুসরণ করতে হবে।এই বিষয় গুলি হল-
●১)মানিয়ে নেওয়ার ক্ষমতা বা গুণ থাকতে হবে।এটা খুব গুরুত্বপূর্ণ।পরিবারের সবাইকে নিয়ে এবং নিজের প্রিয়জনকে নিয়ে মিলেমিশে সবার সাথে একত্রে থাকতে হবে।পরস্পর পরস্পরের সুখে-দুঃখে পাশে থাকতে হবে।জীবনের ছোটো-বড় সব সমস্যা গুলোকে মানিয়ে নিয়ে উভয়কে হাতে হাত রেখে ভালোবাসার বন্ধনে থাকতে হবে।হ্যাঁ একথাও ঠিক যে, কোনো অপরাধ করলে সেই ক্ষেত্রে মানিয়ে নেওয়া সম্ভব নয়।
●২)শিক্ষিত ও ভদ্র হতে হবে।সবাইকে সম্মান করতে হবে।স্বামীর উচিৎ স্ত্রীকে সম্মান করা ও ভালোবাসা।ঠিক তেমনি স্ত্রীরও উচিত স্বামীকে শ্রদ্ধা ও সম্মান করা এবং ভালোবাসা।কেবল স্বামী-স্ত্রী নয়,পরিবারের সবাইকে সম্মান ও শ্রদ্ধা করার গুণ ও শিক্ষা থাকতে হবে।এক কথায় ,ভালো মনের মানুষ হতে হবে,সু-চরিত্র থাকতে হবে,ভালো বাক্তিত্বের গুণ থাকতে হবে।
●৩)নেশামুক্ত হতে হবে।কোনো ক্ষতিকর নেশায় আসক্তি থাকা যাবে না।এই নেশা সম্পর্ককে এবং জীবনকে শেষ করে দেয়।ফুলের বাগানে আগুন লাগলে যেমন হয়,ঠিক তেমনি নেশাগ্রস্ত লাইফ পার্টনার হলে সুন্দর সম্পর্কেও আগুন ধরে।তাই নেশামুক্ত লাইফ পার্টনার হওয়া খুব উত্তম।নেশা বলতে যাদের নেশার প্রতি খুব আসক্তি।যারা মদ,ড্রাগস, গাঁজা অর্থাৎ যারা Addiction/Substance abuse এর অন্তর্ভুক্ত।ভালো করে এটা দেখে নিতে হবে।
●৪)আধ্যাত্মিক ও যুক্তিবাদী হতে হবে।বিজ্ঞানের পাশাপাশি জীবন সঙ্গীকে আধ্যাত্মিক গুণের অধিকার হতে হবে।মনে যেনো ভক্তি ভাব থাকে।ভক্তি ভাব থাকলে সামাজিক ও মানসিক ভাবে ভালো থাকা যায়।এর পাশাপাশি যুক্তিবাদী ও আধুনিক হতে হবে।
যাইহোক উপরিউক্ত বিষয় গুলোকে ভালো করে দেখে নিয়ে কিন্তু লাইফ পার্টনার নির্বাচন করতে হবে।এর পাশাপাশি স্মার্ট,সুন্দর, সভ্য,সু-স্বাস্থ্য,রোমান্টিক প্রভৃতি সহ অন্যান্য গুণ গুলো দেখে নিতে পারেন।এই গুলো নিজের পছন্দ/অপছন্দের বিষয়।কিন্তু উপরের চারটি বিষয় খুব গুরুত্বপূর্ণ।সম্পর্ককে সুন্দর করতে হলে এই চারটি বিষয় ভালো করে দেখে নিয়ে তারপর জীবনে সঙ্গী বা লাইফ পার্টনার নির্বাচন করবেন।সবার দাম্পত্য জীবন,প্রেমের জীবন ,ভালোবাসার জীবন সুন্দর হোক।