বিশেষ প্রতিনিধি,
Global Newz, Kolkata
কবি পরিচিতি: বর্তমানে সুপর্ণা বোস (Suparna Bose, poetess) কলকাতাবাসী। তিনি কবি,পেইন্টার, ক্রাফ্ট আর্টিস্ট, বাচিক শিল্পী । আরও বিভিন্ন কাজে নিয়োজিত আছেন।
পিতা: স্বর্গীয় কবি শ্রী সুধীন পাল, মাতা: স্বর্গীয় দীপিকা পাল।
বাসস্থান: 24 পরগনা (উ),
কলকাতা: 700074, পশ্চিমবঙ্গ, ভারত।
শিক্ষা :পলিটিক্যাল সাইন্স নিয়ে অনার্স গ্রাজুয়েট এবং কম্পিউটার সাইন্সে ডিপ্লোমা।
পেশা: পেশা বলতে প্রথমতঃ হল লেখা (কবিতা, অনুগল্প, নিবন্ধ ইত্যাদি), ছবি আঁকা, আবৃত্তি করা, ক্রাফ্ট এর কাজ,বুটিক সেলাই ইত্যাদি কাজ করে থাকেন। দশ বছর বয়েস থেকে আঁকা শেখা শুরু।তারপর বহুদিন আঁকার স্কুলে শিক্ষকতা করেন। 1990 সালে একাডেমিতে ছবির প্রদর্শনী করেন। আবার প্রস্তুতি নিচ্ছেন।
প্রথম বই : শঙ্খচিলের ডানায় ,2022 সালে।
দ্বিতীয় বই: জীবনের জলছবি, 2023 সালে।
সম্মান প্রাপ্তি : বঙ্গ সাহিত্য পত্রিকা থেকে অতিথি সম্মাননা, “সুদেব সরকার স্মৃতি স্মারক”,গ্রন্থসাথী ও অর্পন পত্রিকার সম্মাননা, বিকল্প নির্মাণ পত্রিকার স্মারক –এই সব প্রাপ্তি ঘটে।
আরও কিছু সামাজিক কাজের
সঙ্গে যুক্ত। “সারমেয় ” নামের এক সেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত, যারা পথ পশুদের নিয়ে কাজ করে। সমাজের কল্যানে কিছু করার ইচ্ছা আছে ।
—————————————-
আদিমতা
———————–
সুপর্ণা বোস
চোখ দুটো জুড়ে
তৃষ্ণার আকুতি —
মনে হল হাত,পা,মুখ
পুড়ে ফেকাশে বর্ণ ধরেছে।
আঙুলের ভাষা বুঝিয়ে দিল,
কামনার অমোঘ টান।
ধমনীতে রক্তের ভিড়–
শরীরের কোটরে,
আদরে লিপ্ত সময়।
পোষাকের মালা বিসর্জনে
আত্মাহুতি ঘটে সমর্পনের।
একটু আড়াল,একটু অসংযম
পূর্ণ হয় সহস্র স্বাধীনতায় ।
চেতনার শ্বাস,
কন্ঠনালী আবৃত করেছে।
ক্রমাগত দগ্ধ হতে থাকা
তৃষ্ণার্ত আগুন —
ছড়িয়ে পড়ে অস্পৃশ্য হৃদয়ে।
চিতা ঠিকানা হারায় না –
হারিয়ে যায় শব ,
আর তার উত্তোরাধিকার।
শরীরের কলঙ্ক ঢেকে দেয়
হাজার জোনাকির
শরীরের দাহ।
নগ্নতা খুঁড়তে খুঁড়তে
বালির স্তর ক্রমশঃ
অদৃশ্য হয় আঙুলের
ফাঁক গলে।
মহাশূন্যে নগ্ন থাকে
সব আদিম আত্মপরিচয়।
________________________