নিজস্ব প্রতিনিধি : সুতি
যারবাড়ি নেই তার কিছু নেই, কথায় বলে। প্রাচীন ধনি ও শিক্ষিত দেশ ভারতবর্ষে, এবং ৭৫ বছরের স্বাধীন দেশ ভারাতবর্ষে এখনো লাখ -লাখ মানুষ গৃহহীন, আবার কেউ দূর্বল গঠনের বাড়িতে থাকে।
বেশকিছু দিন দিন ধরেই ভাঙা এবং গৃহহীন মানুষের বাড়ী পাওয়ার আর্জি জানালো সংবাদ মাধ্যমে সরকার এবং প্রশাসনের কাছে।
প্রশাসন সূত্রে জানা যে 2011 সালে SECC নামক একটি সার্ভে হয় আর এই সার্ভের তালিকা দেখেই বাড়ী উপভোক্তার নাম আসে। এই তালিকা ছাড়া অন্য কাউকে বাড়ী দেওয়া যায় না।
পাশাপাশি আরও জানা যায় যে, প্রতি ১০ বছর পর পর এই SECC সার্ভে হয়। আমাদের এক প্রতিনিধি টিম পরিদর্শনে আসে সুতি-১ ব্লকের আহিরন গ্রামেএ এবং দেখে যে, বেশ কিছু বাড়ী রয়েছে যাতের বাড়ী পাওয়া উচিৎ কারণ একটু বৃষ্টিতেই বাড়ীর ভিতরে জল জমে যায় এবং জিনিসপত্র নষ্ট হয়ে যায়।
ভাঙা বাড়ীর মালিক জানায় যে ট্রিপল যথারীতি ব্লক থেকে দেওয়া হয় কিন্তু ঝড়ো হাওয়ার কারণে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।
এখনও এই দেশে ত্রিপল দিয়ে মানুষকে রাখা হয়, আর বিডিও গন এইগুলি কী করে সমর্থন করেন, এটা খুব লজ্জার ও দুঃখের।
আসুন তো, এই নিয়ে দেশজুড়ে আন্দোলনে নামি।