“গাছ লাগান, প্রাণ বাঁচান” এই বার্তা কে সামনে রেখে বৃক্ষ রোপণে এগিয়ে এলো জঙ্গিপুর কলেজের এন এস এস ইউনিট।
নিজস্ব প্রতিনিধি : জঙ্গিপুর
আজ রবিবার, ৫ই জুন আর এই দিনেই সারা পৃথিবীতে উদযাপিত হয় বিশ্ব পরিবেশ দিবস।
আর এই দিনকে সামনে রেখে আজ জঙ্গিপুর কলেজের এন এস এস ইউনিটের পক্ষ থেকে একটি সচেতনমূলক রেলি হয়,
এবং এই রেলির মধ্য দিয়ে পথচারীদের চারা গাছ বিতরণ করা হয় বলে খবর। আরও জানা গেছে রাস্তা দিয়ে হেঁটে লোকজন গেলেই দেওয়া হচ্ছে চারা গাছ, কিংবা টোটো চালকদের এই চারা গাছ দেওয়া হচ্ছে, এমনকি টোটো প্যাসেঞ্জার দেরও চারা গাছ দেওয়া হচ্ছে বলেও জানতে পারি।
এসপি অফিসে ডিএসপি ট্রাফিক এবং রিজার্ভ ইন্সপেক্টর এর উপস্থিতিতে বৃক্ষ রোপন করা হয়। প্রশাসন থেকে আম জনতা পর্যন্ত এই কর্মসূচিকে ধন্যবাদ জানিয়েছেন বলে খবর পাওয়া গেছে।