ভারতবর্ষের মধ্যে প্রথম বাংলা ভাষায় NSS এর বই লিখলেন জয়দেব বেরা
বিশেষ সংবাদদাতা, মেদিনীপুর,
জয়দেব বেরা একজন তরুণ লেখক, সমাজকর্মী,কাউন্সেলর,
সমাজচিন্তক,সাহিত্য পত্রিকার সম্পাদক এবং অতিথি অধ্যাপক।তিনি অসংখ্য বই লিখেছেন এবং দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় ও জার্নালে উনার লেখা প্রকাশিত হয়েছে।উনি NSS বিষয়ের উপর সারা ভারত তথা সারা বাংলায় সর্বপ্রথম বাংলা ভাষায় বিশ্ববিদ্যালয় স্তরের উপর একটি সিলেবাস ভিত্তিক বই রচনা করেন।বইয়ের নাম -” সমাজতত্ত্ব ও সমাজকর্মের পরিপ্রেক্ষিতে জাতীয় সেবা প্রকল্প(NSS)”।এই বইয়ের মুখবন্ধ লিখেছেন বাঁকুড়া খ্রিষ্টান কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং NSS এর প্রোগ্রাম অফিসার মাননীয় ড. সচ্চিদানন্দ রায় মহাশয়।এই বইটি প্রকাশিত হয়েছে মেদিনীপুর এর মাইতি পাবলিকেশন থেকে।
উক্ত এই বইটি নিয়ে NSS এর সাথে যুক্ত বিশেষজ্ঞরা এবং স্বেচ্ছাসেবকরা বিভিন্ন মতামত প্রদান করেছেন।এই মতামতগুলি হল :
●রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্বেচ্ছাসেবক সুমন বণিক এর মতে,”একজন জাতীয় সেবা প্রকল্পের পরিবারের সদস্য হিসাবে আমি খুবই গর্বিত। জয়দেব বেরা মহাশয় এই বিষয়ে বাংলায় একটি বই লিখেছেন।যে বইটি ভারতের প্রথম বাংলা বই। জাতীয় শিক্ষা নীতি 2020-এ, এই বইটি একটি বিষয় হিসাবে জাতীয় সেবা প্রকল্পের জন্য খুব কার্যকর। আমি মনে করি প্রতিটি ছাত্র এবং যুবকদের এই বই থেকে শিক্ষা নেওয়া উচিত।একজন প্রতিষ্ঠিত লেখক হওয়ার জন্য অভিনন্দন! আপনার কঠোর পরিশ্রম সফল হোক।”
●রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এনএসএস স্বেচ্ছাসেবক মাননীয় পল্লব বিশ্বাস এর মতে,”NSS এর স্বেচ্ছাসেবক হিসাবে জয়দেব বেরাকে আমি অভিনন্দন জানাচ্ছি তাঁর এই মহৎ কাজের জন্য। NSS এর বাংলা ইতিবৃত্তে এই প্রথমবার অন্ধকার কুহেলিকায় সুন্দর ভাবে বাংলা ভাষায় উনার লেখা NSS বইটি আগামী প্রজন্মকে আলোর দিশা দেখাবে এই আশা রাখি।”
●বাঁকুড়া খ্রিষ্টান কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং NSS এর প্রোগ্রাম অফিসার মাননীয় ড.সচ্চিদানন্দ রায় মহাশয়ের মতে, ” বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচী অনুযায়ী লিখিত ‘জাতীয় সেবা প্রকল্পের (NSS)’ উপর নতুন ভাবনা লিপিবদ্ধ হয়েছে। ‘সমাজতত্ত্ব ও সমাজকর্মের পরিপ্রেক্ষিতে জাতীয় সেবা প্রকল্প’ গ্রন্থটি তরুণ লেখক জয়দেব বেরা তার সুচিন্তিত মতামতকে সামনে নিয়ে সমাজ মনস্কতাকে সামনে রেখে যে উদ্যোগ গ্রহণ করেছেন তাকে সাধুবাদ জানাতেই হয়। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে জাতীয় সেবা প্রকল্পের সঙ্গে আমার সম্পর্ক ওতোপ্রোত ভাবে জড়িত। জাতীয় সেবা প্রকল্প আমার ভাবনায়-চিন্তায় এবং কর্মক্ষেত্রে এক অনন্য স্থান অধিকার করে আছে। ১৯৯৭ সাল থেকে এই জাতীয় সেবা প্রকল্পের সঙ্গে আমার সম্পর্ক। আমার এই চলার পথে ভারত সরকার কর্তৃক স্বেচ্ছাসেবক ক্যাটাগরিতে এই রাজ্যের প্রথম জাতীয় পুরস্কারের খাতা আমি খুলেছিলাম। এই রাজ্যের জাতীয় সেবা প্রকল্পের কর্মক্ষেত্রের প্রথম সারিতে থাকার সুবাদে অনেক উত্থান- পতনের ইতিহাস যেমন দেখেছি তেমনি খুব সামনে থেকে জাতীয় সেবা প্রকল্পকে উপলব্ধি করেছি। বর্তমানে নতুন শিক্ষানীতিকে সামনে রেখে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই জাতীয় সেবা প্রকল্পকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পাঠ্যসূচির অন্তর্ভুক্তির মানদন্ডে দাঁড়িয়ে তরুণ লেখক ও সমাজ চিন্তক জয়দেব বেরা যে ভাবনা ও চিন্তার সন্নিবেশ ঘটিয়েছেন তাকে কুর্নিশ জানাই। হাতে কলমের শিক্ষার আগে তত্ত্বগত শিক্ষার প্রয়োজনীয়তা আছে। তাই সেক্ষেত্রে জাতীয় সেবা প্রকল্পের এই তত্ত্বগত ভাবনা শুধু দুই মলাটের মধ্যে বন্ধি থাকবে না তা বেরিয়ে পড়বে আসমুদ্র হিমাচলে। জাতীয় সেবা প্রকল্পের উদ্দেশ্য, গঠন, প্রণালী এবং ঐতিহ্যের সঙ্গে সঙ্গে কর্মপ্রক্রিয়ার মেলবন্ধনের এক দৃঢ় ইতিহাস বর্তমান গ্রন্থে পরিবেশিত হয়েছে। এই বিষয়ে উপর বাংলায় সুচিন্তিত গ্রন্থ এর আগে প্রকাশিত হয়নি। স্বাভাবিক কারণেই সমাজচিন্তক জয়দেব বেরা- এর এই বইটি এক অনন্য নজির সৃষ্টি করেছে।”
●NSS এর উপর বিভিন্ন বিষয়ে আওয়ার্ড প্রাপ্ত স্বেচ্ছাসেবক নয়ন মিঞা এর মতে, ” আমি এন.এস.এস. এর সাথে যুক্ত হয়েছি ২০২১ সাল থেকে। আমি অনেক সমাজসেবা মূলক কাজও করেছি যেমন সাফাই অভিযান, রক্ত দান শিবির, স্বাস্থ্য শিবির ইত্যাদি। এন.এস.এস সম্পর্কে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে এই প্রসঙ্গে কিছু জেনেছি স্যারদের কাছ থেকে। এবং এন.এস.এস. এর বইও পড়েছি তবে সেগুলো ছিল ইংরেজি মাধ্যমে, তাই ওইগুলি পড়ে অতটা স্পষ্ট ছিলাম না।এখন জয়দেব স্যারের লেখা NSS এর এই বাংলা ভার্সন বইটি পেয়ে আমি পুরোপুরি স্পষ্টভাবে এন.এস.এস. বিষয়টি আসলে কী জিনিস তা জানতে পেরেছি। আমি স্যারের বইটি দেখার আগে বা পাওয়ার আগে আমি বাংলা ভার্সনের বই অনেক খুঁজেছি কিন্তু পাইনি তারপর স্যারদের কাছেও জানতে পারি যে, ভারতে এখন পর্যন্ত কোন বাংলা ভার্সনের NSS বই পাবলিশ হয়নি। তারপর হঠাৎ একদিন ফেসবুকে জয়দেব স্যারের একাউন্টে দেখতে পেলাম যে NSS এর বই পাবলিশ হয়েছে। তখনই সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলাম যে স্যারের বইটি পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে বইটি স্যারের কাছ থেকে সংগ্রহ করবো।পাশাপাশি খুবই আগ্রহী ছিলাম এই বইটি প্রথমবার এই ভারতের মধ্যে পাবলিশ হয়েছে। বাংলা ভার্সনের এই বইটি বাংলা মাধ্যমের সকল শিক্ষার্থীদেরকে অনেকটাই উপকৃত করেছে।ধন্যবাদ স্যারকে, আপনি এই বইটি প্রকাশ করেছেন বলেই আমাদের মতো বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা অনেক উপকৃত হব বা হয়েছি এবং আমিতো অনেক উপকৃত হয়েছি।আশা করি অন্য শিক্ষার্থীরাও উপকৃত হবে।”
●রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্বেচ্ছাসেবক মাননীয় সুব্রত সাহা বলেছেন, ” জয়দেব স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ সারা ভারতে বাংলা ভাষায় প্রথমবারের মতো এনএসএস (NSS) নিয়ে এতো সুন্দর একটি বই প্রকশিত করার জন্য।আশাকরি এই বইটির দ্বারা সকল ছাত্র-ছাত্রী যারা এনএসএস (NSS) বিষয়টি নিয়ে কলেজে পড়াশোনা করছে বা ভবিষ্যতে করবে তারা অনেকটা উপকৃত হবে এবং এনএসএস (NSS) এর কাজের প্রতি এবং এনএসএস (NSS) বিষয়টিকে আরো ভালোভাবে জানার তাদের মনোভাব আরো বিকশিত হবে।”