সুতির নুরপুরে প্লাবনে ফসলের ক্ষতি প্রায় 4 কোটি টাকা
ইতি মধ্যেই পশ্চিম বঙ্গ সরকারের অধীনে irrigation and waterways দপ্তরের Ganga anti erosion division -I এর পক্ষ থেকে গত কাল অর্থাৎ 22 শে সেপ্টেম্বর একটি সতর্কতার নোটিশ জারি করা হয়েছে। আর তাতে সুতি -I ও II, সামসেরগঞ্জ, রঘুনাথগঞ্জ -II ব্লক উল্লেখ করে প্লাবনের সতর্ক বার্তা জনস্বার্থে জারি করা হয়েছে। এছাড়াও লালগোলা ব্লকেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
আর আজ সুতি -I ব্লকের কৃষি অধিকারিক সরজমিনে এসে পরিদর্শন করলেন। আধিকারিকের কাছ থেকে জানা যায় যে, গত কাল নুরপুর গ্রাম পঞ্চায়েতের নদী সংলগ্ন চাষিরা অভিযোগ করে অফিসে জানান এবং তিনি আজ সরজমিনে দেখতে আসেন।
আমাদের এক প্রতিনিধি প্লাবিত স্থানে গিয়ে লক্ষ্য করলেন যে, চাষা জমিতে ডিঙি নৌকা চলা চল করছে। পাশাপাশি এটাও লক্ষ্য করলেন যে, টমেটো, বেগুন, পটল সহ বিভিন্ন ধরণের ফসলের ক্ষয়ক্ষতি হয়।
এক চাষিকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে, প্রায় 30 থেকে 40 বিঘা জমিতে ফসল ছিল আর আজ বন্যায় নষ্ট হয়ে গেল। প্রায় 4 কোটি টাকার ও বেশি ক্ষয় ক্ষতি হয়েছে বলে ও জানান ওই চাষী।
আধিকারিক সাহেব চাষিদের জানান যে, তিনি সরজমিনে এসে যা যা দেখলেন তা সব কিছু ঊর্ধ্ব আধিকারিকদের কাছে জানানো হবে।
———————————————————————————-