Special Correspondent, Jangipur,
Global Newz.
প্রাথমিকে সাফল্য স্বীকৃতি সম্মাননা
সুতি ১ এর ছয়টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সেরা প্রাথমিক বিদ্যালয়গুলিকে ও ব্লকের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে ‘ সাফল্য স্বীকৃতি সম্মাননা ২০২৪ ‘ প্রদান করা হলো। সুতি ১ ব্লকের বহুতালি উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং আহিরনের টিওরপাড়া প্রাথমিক বিদ্যালয়, বংশবাটির অজগর পাড়া প্রাথমিক বিদ্যালয়, নুরপুরের চক সহিদপুর প্রাথমিক বিদ্যালয়, সাদিকপুরের সাদিকপুর প্রাথমিক, বহুতালির কাদোয়া প্রাথমিক বিদ্যালয় ও হারোয়ার কুসুমগাছি প্রাথমিক বিদ্যালয়কে এ বছরের জন্যে এই সম্মাননা দেওয়া হলো। বিদ্যালয়গুলিকে শিক্ষা ও সামাজিক মানোন্নয়নের জন্য উতসাহ দিতে বার্ষিক এই অনুষ্ঠান ‘ জাগৃতি ‘ সুতি ১ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের ঐকান্তিক প্রচেষ্টায় হয়ে আসছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমগ্র শিক্ষা মিশনের অতিরিক্ত জেলা প্রকল্প আধিকারিক সোমনাথ বিশ্বাস , সুতি ১ ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ মজুমদার ও সুতি ১ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অরিন্দম দত্ত মহাশয়। উপস্থিত ছিলেন সুতি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি ও শিক্ষা কর্মাধ্যক্ষ। এই চক্রের বিদ্যালয়গুলির ক্ষেত্রে শিক্ষার মানোন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে সারা বছর ধরে। এর মধ্যে সকল প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য এফ.এল.এন এর ট্রেনিং আয়োজন করা হয়েছিল। সকল প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্মার্ট ক্লাস রুম চালু করা হয়েছে।
অরিন্দম দত্ত মহাশয় বলেন ” স্টুডেন্টদের জয়ফুল লার্নিং এর জন্য প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক শিক্ষিকাদের সহয়তায় সারাবছর ধরে বিভিন্ন কার্যক্রম গ্রহন করা হয়ে থাকে । বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার ওপর খেয়াল রাখা হচ্ছে। এই সম্মাননা শিক্ষক শিক্ষিকাদের উতসাহ দেবে।” চক্রের অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদেরও বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় এদের মধ্যে দুজনের পরিবারের হাতে তুলে দেওয়া হয় মরণোত্তর সম্মান। এই চক্রের প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় জেলা ও রাজ্যস্তরীয় স্তরে সফল প্রতিযোগী নেহা দাস, সৌভিক দাস ও ত্রিসানজিত রায়কে সংবর্ধনা দেওয়া হয়, তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। চক্রস্তরীয় ছাত্র ছাত্রীদের হাতে তৈরি মডেল এক্সিবিশনের জন্য তিনটি বিদ্যালয়কেও পুরষ্কৃত করা হয় ২৭ গোঠা প্রাথমিক বিদ্যালয়, ২০ আলুয়ানি প্রাথমিক বিদ্যালয় ও সাদিকপুর হাইস্কুলকে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ব্লকের প্রথম স্থানাধিকারী ছাত্র ছাত্রী দেরও সংবর্ধনা দেওয়া হয়। সুতি ১ চক্রের প্রাথমিক শিক্ষায় বিদ্যালয় ও সমাজে বিশেষ অবদান রাখার জন্য ৪৯ ঘোড়াপাখিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাস মহাশয়কে ‘ সেরা শিক্ষক ‘ সম্মান প্রদান করা হয়। সোমনাথ বিশ্বাস মহশয় ‘ সুতি ১ চক্রের প্রাথমিক বিদ্যালয়গুলির আ্যকাডেমিক ও আনন্দ পরিসরের ক্লাসের উন্নয়নের জন্য ভূয়সী প্রশংসা করেন। ‘