বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে মিড ডে মিলে যোগ দিলেন বিডিও।
বিশেষ প্রতিনিধি, উলুবেড়িয়া:
বিশেষ করে গ্রাম গঞ্জে দেখা যায় বিদ্যালয় পরিদর্শন করার মতো কোনো আধিকারিক আসেন না ফলে গ্রাম গঞ্জের বিদ্যালয় গুলিতে অনেক ক্ষেত্রেই মিড ডে মিল সহ বিভিন্ন প্রকারের অভিযোগ উঠে আসে, এমনকি গ্রামগঞ্জের লোকেদের মতে এই বিদ্যালয় গুলির ক্লাস ঠিকঠাক চলছে কিনা তারও কোন দেখাশোনা করার জন্য লোক আসে না এক কথায় বলতে গেলে বিদ্যালয়ের ঠিকঠাক পরিকাঠামো আছে কিনা এই বিষয়টা দেখাশুনা করার জন্য কোন আধিকারিক পর্যন্ত আসেন না।
কিন্তু সব গ্রাম গঞ্জের ক্ষেত্রে এই কথাগুলো প্রযোজ্য হয় না কারণ এখনো কিছু কিছু মানবিক আধিকারিক রয়েছেন যারা এখনো পর্যন্ত গ্রামগঞ্জে গিয়ে স্কুল ভিজিট করার পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সঙ্গে কথাও বলেন এবং বিভিন্ন বিষয়ে জানতে চাই মানে বিদ্যালয়ে শিক্ষক বা শিক্ষিকারা ঠিকঠাক আসেন কিনা, মেনু অনুযায়ী দুপুরের খাবার হয় কিনা, ছেলেমেয়েরা পেট ভরে খেতে পায় কিনা, বিভিন্ন বিষয়গুলি জানতে চান।
আর আজ অর্থাৎ 16 ই জুলাই এই রকম ঘটনার সাক্ষী থাকলো হাতগাছা এলাকাবাসী বিশেষ করে নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়। উলুবেরিয়া-১ ব্লক উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হক মঙ্গলবার হাটগাছা নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিল পরিদর্শন করতে যান। আর এই পরিদর্শন করতে গিয়ে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন পাশাপাশি পঠন-পাঠনের বিষয়ে জানতে চান।
বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষাদানের মাধ্যমে খেলা ও করেন তিনি, এমনকি গল্প পর্যন্ত করতে দেখা যায় বিডিও কে এবং দুপুরে যখন মিড ডে মিলের খাবারের সময় হয় সেই সময়ও তিনি ছাত্র-ছাত্রীদের সঙ্গে বসে মিড ডে মিল খান।
এই মিড ডে মিল প্রসঙ্গে বিডিও এইচ এম রিয়াজুল হক কে জিজ্ঞাসা করা হলে, তিনি উত্তরে জানান যে, বিদ্যালয়ের পঠন-পাঠনের পরিকাঠামো এবং মিড ডে মিল পরিকাঠামো থেকে শুরু করে বিদ্যালয়ের চারি দিকটাই পরিষ্কার-পরিচ্ছন্ন অবস্থায় রয়েছে যা সত্যি খুব আকর্ষণ করেছে পাশাপাশি ক্লাসে রুমের দেওয়ালের অঙ্কন গুলোও খুব সুন্দর ।