পরিবারের পাশে পঞ্চায়েত সমিতি, আশ্বাস সর্ব প্রকার সহযোগিতার।
নিজস্ব সংবাদদাতা, জঙ্গিপুর:
গত ১২ তারিখে মুর্শিদাবাদের জঙ্গিপুরে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটে। ট্রাকের সাথে এক টোটো -র ধাক্কা লাগে এবং টোটো গাড়িটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সাথে তিন জন,দুই জন আরোহী ও এক জন চালক ঘটনা স্থলে মারা যায়।
জানা যায় যে, মৃত ওই তিন জনের বাড়ি একই জায়গায়, সুতির বংশবাটি অঞ্চলের আলুয়ানি গ্রামে। নীল চাঁদ হালদার (৪০), চন্ডি সরকার (৭৫) ও পুষ্পা সরকার (৬৫) টোটো ভাড়া করে বাড়ি থেকে জঙ্গিপুর যাচ্ছিল। কিন্তু শুক্রবার ৩৪ নং জাতীয় সড়কে মঙ্গলজন বংশবাটী মোড়ে কোনও কাটান না থাকার কারণে উল্টো দিক দিয়ে যায়, আর সেই সময় এমন দুর্ঘটনা ঘটে বলে খবর।
আর আজ মঙ্গলবার ১৬ ই জুলাই সাংসদ খলিলুর রহমান ও বিধায়ক জাকির হোসেনের নির্দেশ মতো সুতি-১ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান থেকে শুরু করে সকল কর্মদক্ষ দূর্ঘটনাগ্রস্থ পরিবারের সাথে দেখা করে। পাশাপাশি চাল, ট্রিপল, শাড়ি সহ সকল সরকারি ত্রাণ বিতরণ করা হয় ওই পরিবারদের।
পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হাজিরা সুলতানা ও ভাইস চেয়ারম্যান জিয়ারত আলী আগামীতেও সর্ব প্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস দেন।
————————————–
hiI like your writing so much share we be in contact more approximately your article on AOL I need a specialist in this area to resolve my problem Maybe that is you Looking ahead to see you