মন্দির ও মসজিদ উন্নতিকল্পে আর্থিক অনুদান খলিলুর রহমানের।
নিজস্ব সংবাদদাতা, জঙ্গিপুর:
খলিলুর রহমান যে মানুষের কাছে থাকেন, সঙ্গে থাকেন তারও আবার প্রমাণ করলেন। তিনি তার কথা মতোই জনগণের কাজ করে চলেছেন, যেমনটা তিনি করার প্রতিশ্রুতি দেন।
জঙ্গিপুর সাংগঠনিক জেলার নবগ্রাম ব্লকের একটি মন্দিরের উন্নতিকল্পে এবং লালগোলা ব্লকের নসিপুর অঞ্চলে জুম্মা মসজিদে উন্নতিকল্পের জন্য আর্থিক সাহায্য এবং পাশাপাশি একজন রঘুনাথগঞ্জ-২ ব্লকের মায়া অঞ্চলের হাসু সেখ সড়ক দুর্ঘটনায় আহত হলে তার পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান।