জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমানের সংবর্ধনা সভা।
নিজস্ব সংবাদদাতা, জঙ্গিপুর
গত কয়েক মাস আগে লোক সভার নির্বাচন হয়, আর এই নির্বাচনে জঙ্গিপুর লোক সভার আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন খলিলুর রহমান।
অন্যদিকে কংগ্রেসের প্রার্থী হন গোলাম মর্তুজা বকুল। সেই সময় জঙ্গিপুর লোক সভায় একটা ট্রেন্ডস চলছিল যে জাতীয় কংগ্রেসের প্রার্থী গোলাম মর্তুজা বকুল সাংসদ হিসেবে নির্বাচিত হবেন। আমাদের প্রতিনিধিরাও লোক সভার বিভিন্ন এলাকায় অভিযান চালায় লোক জনের সাথে কথা বলে, কেও জানিয়েছেন কংগ্রেস তো কেও আবার তৃণমূল কংগ্রেস। তবে স্পট পরিদর্শন করার পর এটা পরিষ্কার হলো যে, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা খেলা হবে পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
কিন্তু পরবর্তীতে নির্বাচনের দিন আমরা খবর কভার করতে গিয়ে জানতে পারি যে, খলিলুর রহমান সব সময়ই জন গণের কাছে ছিলেন, পাশে ছিলেন, সব সময় লোকজনকে সব রকমের সাহায্য করতেন, যখনই লোকজনের সাহায্যের প্রয়োজন আছে,এইটা ভেবে এলাকার লোকজনও খলিলুর রহমানকে সমর্থন করতে চাইল। ভোট দান পরবর্তীতে নির্বাচনের ফলাফল ঘোষণার দিনে খলিলুর রহমান প্রায় ১ লক্ষ প্লাস ভোটে জয়ী হন।
আর আজ সেই জয়কে সামনে রেখে জঙ্গিপুর রবীন্দ্র ভবনে সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশাল সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রেস মিট করে খলিলুর রহমান নিজের জয়কে জঙ্গিপুর লোক সভা বাসিদের কাছে উৎসর্গ করেন। তিনি বলেন যে, আমার জয় মানে জঙ্গিপুরের প্রত্যেক নাগরিকের জয়, কারণ তাদের সমর্থন ছাড়া আমার জয় কখনও সম্ভব নয়।
পাশাপাশি তিনি আরও জানান যে, আমার লক্ষ্য রয়েছে যেসব কাজ অসম্পূর্ণ অবস্থায় আছে সেই সব কাজ গুলোই সম্পূর্ণ করবো অতি শীঘ্রই। এছাড়া যেখানে যা যা দরকার সেখানেই সেই ব্যবস্থা নেওয়া হবে বলে ও জানান তিনি। শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে তার একটি স্বপ্ন রয়েছে সেটাও তিনি খুব শীঘ্রই ব্যবস্থা করবেন। তাছাড়াও রাস্তা, ঘাট, পানীয় জল সহ আরও অনেক সমস্যার সমাধান করবেন বলে ও জানান তিনি।
উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন, রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মইনুল হক, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, লালগোলা বিধানসভার বিধায়ক মহাম্মদ আলী, বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন বিধায়ক সোহরাব আলী, জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম মহাশয় সহ জেলা নেতৃত্বগণ।