মহরমে শান্তির বার্তা পৌঁছাতে বিশেষ উদ্যোগ ব্লক প্রশাসনের।
নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া:
সামনেই মহরম মানে হাতে আর কয়েকটা দিন বাকি। আর এই মহরমে সমগ্র ব্লক এলাকায় যাতে করে কোনও প্রকারের অশান্তি বা গন্ডগোল সৃষ্টি না হয় সেই লক্ষ্যেই আজ অর্থাৎ শনিবার ১৩-ই জুলাই সকল আধিকারিকদের নিয়ে এক বিশেষ মিটিং করলেন উলুবেড়িয়া -১ ব্লক সমষ্টি উন্নয়ন অধিকারীক এইচ এম রিয়াজুল হক।
আজকের এই মিটিংয়ে বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার এসডিপিও ও আই সি সহ সকল মহরম কমিটির খলিফাগণ। এছাড়াও উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌর সভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।
বিডিও এইচ এম রিয়াজুল হক জানান যে, আর কয়েকটা দিন পর মুসলিম সম্প্রদায়ের উৎসব মহরম অনুষ্টিত হতে চলছে, আর এই উৎসব যেন শান্তিপূর্ণভাবে পালিত হয় সেই লক্ষ্যেই আজ সকল আধিকারিকদের নিয়ে উলুবেড়িয়া -১ ব্লকে একটি মিটিং সম্পূর্ণ হয়। মূলত এর লক্ষ্যই ছিল সকল এলাকাবাসির প্রতি শান্তির বার্তা পৌঁছানো।