তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার।
Staff Reporter, Suti,
Global Newz, Kolkata,
5th May’2024, Sunday.
সুতি বিধান সভার লক্ষ্মীপুরে ভোট প্রচারে মেম্বার আক্তারুল ও প্রধান নূর ঈমাম।
হাতে মাত্র কয়েকটা ঘন্টা আছে আর তার পরই জঙ্গিপুর লোকসভার নির্বাচন শুরু হবে। আর এই আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার তৃণমূল অঞ্চল প্রধান থেকে এবং কর্মী ও সমর্থকগণ।
মুর্শিদাবাদ জেলার সুতি বিধান সভার অন্তর্গত লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বড়ো কাকরামারী ১৮৭ নং বুথে ভোট প্রচারে অংশ নেন অঞ্চল প্রধান নূর ঈমাম সহ অসংখ্য নেতা কর্মী।
প্রধান নূর ঈমাম জানান যে, বিধায়ক ঈমানী বিশ্বাসের নির্দেশে এবং খলিলুর রহমানের সমর্থনে ভিভি প্যাড নিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন এবং উন্নয়নের কথা তুলে ধরেন।
পাশাপাশি ১৮৭ নং বুথের মেম্বার আক্তারুল সেখ, জানান যে, বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি এবং মানুষজন বিশেষ করে মহিলারা লক্ষীর ভাণ্ডার নিয়ে খুব খুশী এবং তারা তৃণমূলকেই চাই বলে ও মহিলা ভোটাররা জানান।
মেম্বার আক্তারুল সেখ জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে গ্রাম পঞ্চায়েতে জয় লাভ করেন এবং পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দেই। তিনি আজ সংবাদ কর্মীদের জানান যে, ১৮৭ নং বুথে ১৪৬৪ ভোটার এবং যদি হাজার পোলিং হয় তাহলে ৯৫০ ভোট পাবে তৃণমূল।
তিনি আরও জানান যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তথা রাজ্য সরকার যা যা বলেছে সেই সব পরিষেবা মানে সুযোগ সুবিধা করিয়েছেন। গ্রাম্য মহিলাদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কোনো সরকার এর আগে এতো সুবিধা দেই নি । অর্থাৎ আমরা তৃণমূল কংগ্রেস কেই ভোট দিবো বলেও জানান স্থানীয় মহিলারা।
সর্বপরি মেম্বার আক্তারুল সেখ 100% বিশ্বাসী যে তিনি তাঁর বুথ থেকে লিড দেবেন। তিনি লিড দেওয়ার কারণ উল্লেখ করে বলেন ভান্ডারের কারণে।