খরগ্রামে ভোট প্রচারে খলিলুর রহমান।
Jangipur,Tarikul Sk
Global Newz, Kolkata,
5th May’2024, Sunday.
খড়গ্রামে ভোট প্রচারের শেষ দিনে জনসংযোগ করলেন খলিলুর রহমান।
জঙ্গিপুর লোকসভার খড়গ্রাম ব্লকের মাড়গ্ৰাম,ইন্দ্রাণী ও সাদল অঞ্চলে ভোট প্রচার চালালেন ৯নং প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয়।
এই দিন রাজ্যের সকল প্রকল্পের পাশাপাশি উন্নয়নের কথা তুলে ধরেন এবং বিজেপি পার্টিকে জাত পাতের রাজনীতি করায় তুলোধোনা করলেন। তিনি আরও জানান যে, বিজেপি এখনও পর্যন্ত কোনও উন্নয়নই করে নি বরং বিজেপি যখন থেকে আসনে বসেছে ঠিক তখন থেকেই জনগণ লাইনে দাঁড়িয়ে রয়েছে নিজের নিজের কাগজপত্র ঠিক করার জন্য। তিনি মূখ্যমন্ত্রীর প্রত্যেকটি উন্নয়নের কথা তুলে ধরেন এবং বাংলার নাগরিক কি কি বা কতটা সুবিধা পেয়েছেন সেই বিষয়টাও সম্মুখে তুললেন।
খলিলুর রহমান যখন হুড খোলা গাড়িতে করে সকলের সাথে দেখা করলেন ঠিক সেই সময়ে জনগণের এক সুন্দর চিত্র লক্ষ্য করা যায়।
আর এই লক্ষ্যটা ছিল যে, নেতা কর্মীরা পানীয় জলের ব্যবস্থা তো করেছেন, সেই সঙ্গে সাধারণ মানুষ ও খলিলুর রহমানকে পানীয় জল দিচ্ছেন। কেউ কেউ তো আবার ঠান্ডা পানীয় জল মানে কোল্ড ড্রিঙ্কস ও অফার করেছেন। কেউ কেউ ফুল ছিটিয়ে স্বাগত জানাচ্ছেন। এমনকি ফল – মূল ও দেখা গেছে খলিলুর রহমান সহ অন্যান্য নেতাদের।
উপস্থিত ছিলেন বিধায়ক আশীষ মার্জিত মহাশয়, খড়গ্রাম ব্লকের দুই সভাপতি হুমায়ন কবির ও শাশ্বত মুখার্জী সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব।