দিশা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আবারও অনাথ শিশুদের পোষাক বিতরণ।
নিজস্ব সংবাদদাতা, সুতি
গ্লোবাল নিউজ,
শনিবার, 6ই এপ্রিল 2024
দিশা ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতি নিয়তই মানুষের সাথে সব সময় সেবায় থাকে তা আবারও প্রমাণ করল। সামনে হাতে গণা আর কয়েকটা দিন বাকি। আর এরই মধ্যে এলাকার দুঃস্থ অসহায়দের বস্ত্র বিতরণ করতে এগিয়ে এলো দিশা ওয়েলফেয়ার ট্রাস্ট। ট্রাস্টের কর্তাদের সঙ্গে কথা বলে জানা যায় যে, সামনেই কয়েকটা দিন বাকি, কেউ কেনা কাটা করতে সক্ষম হয়েছে আবার কেউ অক্ষম। তাই সকল অক্ষমদের হাতে যাতে করে পোশাক তুলে দিতে পারি তারই একটা ছোট্ট চেষ্টা চালাচ্ছে এই দিশা ওয়েলফেয়ার ট্রাস্ট।
দুঃস্থদের ও অসহায়দের বস্ত্র বিতরণ করার পাশাপাশি অনাথ শিশুদের ও বস্ত্র বিতরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ট্রাস্ট। সুতির ঔরঙ্গাবাদের হক সাহেব মোড়ের সংলগ্ন এলাকায় দিশা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আসন্ন পবিত্র ঈদ উপলক্ষ্যে আজকে এই বস্ত্র বিতরণ কর্মসূচী পালিত হলো। জানা যায় যে, আজকের এই দিনে ছোট বড়ো থেকে শুরু করে মহিলাদেরও বস্ত্র বিতরণ করল এই ট্রাস্ট। প্রায় 100 থেকে 150 জন স্থানীয়দের বস্ত্র বিতরণ করে বলে জানা যায়।
আজকের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা শিল্পপতি মন্টু রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্টের সভাপতি অলিউল ইসলাম, চেয়ারম্যান মাষ্টার তৈমুর হোসেন ও সেক্রেটারী ডাক্তার জামাল হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ট্রাস্টের সদস্যগণ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মাওলানা হাবিবুর রহমান।
ট্রাস্ট কর্তারা আরও বলেন যে, আগামী দিনে আরও অন্যান্য বৃহৎ সহযোগিতা করবে।