গঙ্গা দূষণমুক্ত করতে এক অভিনব কর্মসূচি পালন করলেন উলুবেড়িয়া-১ ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক।
নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া,
Global Newz,
22 শে মার্চ 2024, শুক্রবার,
Globalnewz.online
গঙ্গা দূষণ রোধে সচেতনতা কর্মসূচীঃভূ-ভারতে গঙ্গা নদী মনুষ্য সমাজে ধর্মীয় ভাবে ও আর্থ সামাজিক ভাবে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু বিশ্বায়নের ছোঁয়া লেগে আর্থ সামাজিক পরিকাঠামোর উন্নয়নের সাথে সাথে বর্তমান মনুষ্য সমাজের রীতিনীতি, প্রথা, আচার অনুষ্ঠান ও ব্যবহারিক কার্যকলাপ পরিবর্তন এর মাধ্যমে এবং আধুনিক সভ্যতার করাল গ্রাসে গঙ্গা নদী অসহায় ও করুণার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে। সেজন্য গঙ্গা নদী কে দূষণমুক্ত রাখার জন্যে এবং তা সঠিক ভাবে ব্যবহারের উপযোগিতা করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের NAMAMI GANGE প্রজেক্টের আওতাধীন ও রাজ্য সরকারের WBSPMG রুপায়নে ও হাওড়া জেলা গঙ্গা কমিটির সহায়তায় এবং উলুবেড়িয়া-১নং ব্লক প্রশাসনের আয়োজনে নদী দূষণ সচেতনায় SWACHHTA PAKHWADA শিরোনামে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হীরাপুর গ্রাম পঞ্চায়েত অন্তগর্ত কানজিয়া খালি, হীরাগন্জ ও কাঁটাখালি ফেরী ঘাট সংলগ্ন এলাকায়।
গঙ্গাদূষণ রুখতে ও দূষণ নিয়ে মানুষ সচেতন করার উদ্দেশ্যেই এই প্রশাসনিক অনুষ্ঠানের আয়োজন। এই দিন অনুষ্ঠানের কর্মসূচী অনুযায়ী ঝাঁটা হাতে স্বচ্ছতা অভিযানে নেমে পড়েন বিডিও এইচ এম রিয়াজুল হক।বিডিও জানান,বর্তমান সময়ে যেভাবে গঙ্গাদূষণ হয়ে পড়ছে সেটা খুবই চিন্তার একটা বিষয়!তিনি জানান,এই দূষণ রোধে বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যথেষ্টই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন।এবং দূষণ রোধে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্ত আপামর জনসাধারণকে সংকল্প নিতে হবে নদী আমাদের পরিবারের একটা অংশ বিশেষ।
তাই নদীকে দূষণ রোধের হাত থেকে সর্ব্বোচ্চ চেষ্টা করতে হবে। বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন,যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক লিপিকা রায়,ব্লকের আধিকারিক সেখ আজহার উদ্দিন, সেখ নূরুদ্দীন আলম, ব্লকের কর্মী নাজির হোসেন মিদ্দে,সৌনক গাঙ্গুলি প্রমুখ।
I sincerely enjoyed what you’ve accomplished here. The sketch is fashionable, your written content chic, yet you appear to have developed some apprehension regarding what you aim to offer thereafter. Certainly, I shall return more frequently, just as I have been doing almost constantly, should you uphold this upswing.
The breadth of knowledge compiled on this website is astounding. Every article is a well-crafted masterpiece brimming with insights. I’m grateful to have discovered such a rich educational resource. You’ve gained a lifelong fan!