কংগ্রেস নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতাদের বিরুদ্ধে।
রিপোর্টার, তরিকুল সেখ,
গ্লোবাল নিউজ, জঙ্গিপুর,
৬ ই মার্চ, ২০২৪, বুধবার,
Globalnewz.online;
জঙ্গিপুরে কংগ্রেস নেতাকে মারধরের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে ।
চলছিল গ্রাম পঞ্চায়েতে সাধারণ সভা, আর এই সভায় তৃণমূল মেম্বারদের সাথে কংগ্রেস মেম্বারদের সাথে শুরুতেই মতো-বিরোধ সৃষ্টি হয়, আর এই মতবিরোধকে কেন্দ্র করে হয় হাতাহাতি, আর এই পরই শুরু হয় মারধর বলে খবর পাওয়া যায়। আর এই মারধরে কংগ্রেসের দুই মেম্বার গুরুতর আহত হয় এবং তাঁদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জ -২ ব্লকের অন্তর্গত তেঘরি গ্রাম পঞ্চায়েতে। মহরম সেখকে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ মিথ্যে এবং সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানায় শাসক দল।
——————————————–