পোলিও ভ্যাকসিনের জন্য বিশেষ সচেতনতার শিবির।
নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া,
Globalnewz.online
৫ই মার্চ,২০২৪, মঙ্গলবার;
উলুবেড়িয়া-১ ব্লকের উদ্যোগে পোলিও টিকাকরণের বিশেষ সচেতন মূলক শিবিরের আয়োজন।
উলুবেড়িয়া-১ ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক ব্লকের সকল ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে একটি সচেতন মূলক শিবিরের আয়োজন করেন। এই শিবিরের আয়োজন প্রসঙ্গে প্রশাসনিক সূত্রে জানা যায় যে, গত রবিবার অর্থাৎ ২ রা মার্চ রবিবারে ব্লক উন্নয়ন আধিকারিক এইচএম রিয়াজুল হক এবং ব্লক স্বাস্থ্য কর্মীদের নিয়ে পালস পোলিও টিকাকরণের উদ্দেশ্যে গ্রামের বাড়ি- বাড়ি গিয়ে সচেতন করার পাশাপাশি পালস পোলিও টিকা শিশুদের খাওয়ান। আর এই খাওয়ানোর পাশাপাশি গ্রামের কয়েকজন মাতুব্বর বলেন যে রোগ দেওয়ার মালিক ঈশ্বর আর ঈশ্বরই রোগ দূর করতে পারেন তাই আমাদের পরিবারের শিশুদের পালস পোলিও খাওয়ানোর প্রয়োজন নেই। এই ঘটনা ঘটে তপনা গ্রাম পঞ্চায়েতের সমরুক গ্রামে।
আর আজ ৫ই মার্চ মঙ্গলবার উলুবেড়িয়া-১ পঞ্চায়েত সমিতি ভবনে ব্লকের সকল ইমাম মুয়াজ্জিনদের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি মেম্বারদের নিয়ে পোলিও টিকা সচেতনতার শিবির করেন এবং শিশুদের পোলিও টিকা খাওয়ান এবং চিরকালের মতো দেশ থেকে পোলিও রোগকে বিদায় দিন স্লোগানকে সামনে রেখে প্রচার করতে বলেন।
পাশাপাশি ইমামদের এবং মুয়াজ্জিনদের নামাজের পর সকলের সঙ্গে পোলিও টিকা সম্পর্কে আলোচনা করতে বলেন যাতে করে গ্রামের প্রত্যেকটা পরিবার তাদের শিশুদের পোলিও টিকা খাওয়াতে তৎপর হয়।
আজকের এই সচেতন শিবিরে উপস্থিত ছিলেন বিডিও এইচ এম রিয়াজুল হক, ব্লক স্বাস্থ্য আধিকারিক অর্পিতা রায় এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অতীন্দ্র কুমার প্রামানিক সহ আরও অনেকে।
————————-