দুষ্কৃতিদের বিরুদ্ধে প্রধানকে এফ,আই,আর করার নির্দেশ বিডিও-র।
নিজস্ব সংবাদদাতা,
গ্লোবাল নিউজ, কলকাতা,
২৫শে ফেব্রুয়ারী, রবিবার
অবৈধভাবে মাটি কাটা ও গাছ কাটা বন্ধ করলো বিডিও।
চলছিল রমরমিয়ে মাটি কাটার কাজ, আর তারই পাশাপাশি চলছিল গাছপালা কেটে ফেলার কাজ। কিন্তু বেশ কিছুদিন ধরেই চলছিল এইরকম দুঃসাহসির কাজ। লিখিত অভিযোগ করার সাথে সাথে বিডিও উপস্থিত হন ঘটনাস্থলে। উপস্থিত হয়ে বিডিও লক্ষ্য করলেন যে কোন দুষ্কৃতী ঘটনাস্থলে ছিল না, এমনকি কোন গাড়ি পর্যন্ত ছিল না শুধু ছিল গাছপালা এবং খনন করার মাটি। জানা যায় যে, বেশ কয়েকজন কৃষক মিলেই হাওড়ার উলুবেড়িয়া-১ ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হকের কাছে অভিযোগ করেন। আর অভিযোগের ভিত্তিতেই উপস্থিত হন ঘটনাস্থলে। ঘটনার দৃশ্যগুলোকে দেখে পঞ্চায়েত প্রধানকে ডেকে পাঠান বিডিও।
হাটগাছা-১ গ্রাম পঞ্চায়েত প্রধান শিবানী মন্ডলকে ডেকে পাঠানো হলেই তড়িঘড়ি তিনি বিডিও-র সামনে উপস্থিত হন। আর বিডিও এইচ এম রিয়াজুল হক অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এফআইআর করার নির্দেশ দেন।
অন্যদিকে পুরো বিষয়ই প্রসঙ্গে বিডিওকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে, হাটগাছা-১ গ্রাম পঞ্চায়েতের মংরাজপুর এলাকায় চাষের জমিতে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। মাটি কেটে ভেড়ি বানানো হবে। পাশাপাশি একাধিক গাছপালা কেটে ফেলা হয় এবং সেচ খালের উপর মাটি ফেলে রাস্তা তৈরীর অভিযোগও আসে। আর এর ফলেই প্রচুর সমস্যায় ভুগছেন কৃষকরা। অভিযোগের ভিত্তিতেই অকুস্থলে গিয়ে কাজ বন্ধ করলেন বিডিও এইচ এম রিয়াজুল হক।
পুরো বিষয়টাকে নিয়ে কৃষকরা খুবই খুশি হয়েছেন এবং তারা বলেছেন যে, আমাদের যে সমস্যা রয়েছে তার খুবই সত্ত্বর সমাধান হবে বলে বিডিও এই এম রিয়াজুল হক জানিয়েছেন।