বিশেষ প্রতিনিধি, উলুবেড়িয়া
গ্লোবাল নিউজ, হাওড়া
১৮ ফেব্রুয়ারী,২০২৪, রবিবার
হাওড়া জেলার উলুবেরিয়া-১ ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক নিজেই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি জব কার্ড যাচাই করছেন।
২০২৪ সালের বাজেট অনুযায়ী ১০০ দিনের কাজের টাকা যে সব শ্রমিক পাননি তাদের মজুরি দেবে রাজ্য সরকার। জানা যায় যে সারা রাজ্যে প্রায় ২১ লক্ষ জব কার্ড হোল্ডার শ্রমিক রয়েছে এবং তাদের টাকা পরিশোধ করবে রাজ্য সরকার। কারণ ১০০ দিনের প্রকল্পের কাজ করেও কেন্দ্রের বঞ্চনার শিকার হয় বাংলার জব কার্ড ধারী শ্রমিকরা যদিও রাজ্যের পক্ষ থেকে বারংবার প্রতিবাদ ধিক্কার আবেদন নিবেদন করেও মিলেনি এক পয়সাও। বাংলার বঞ্চিত শ্রমিকদের কথা ভেবে ২০২৪ সালের বাজেটে প্রক্রিয়া মজুরি প্রদানের ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সেই ঘোষণা মতই রাজ্যের জেলায় জেলায় জব কার্ড ধারী শ্রমিকদের বকেয়া পরিশোধের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়। প্রশাসন সূত্রে আরও জানা যায় যে, পয়লা মার্চের মধ্যেই জব কার্ড ধারী শ্রমিকদের বকেয়া টাকা ব্যাংক খাতায় ঢুকিয়ে দেবে রাজ্য সরকার।
রাজ্য সরকারের এই ঘোষণার নির্দেশ মেনে হাওড়া জেলার উলুবেড়িয়া-১ ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক জানান যে, ছুটির দিন অর্থাৎ রবিবারেও এই জব কার্ড তথ্য সংগ্রহ যাচাই এর কার্য চলে দিনভর। এবং বিডিও নিজেই জব কার্ড ধারীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করছেন। তিনি আরও বলেন যে, উলুবেড়িয়া -১ ব্লকের অন্তর্গত নয়টি গ্রাম পঞ্চায়েত জুড়ে এই যাচাই করনের কাজ শুরু হয়েছে। আর এই নয়টি গ্রাম পঞ্চায়েতের ১০ হাজার ৩০৬ জন জব কার্ড ধারী শ্রমিক ১০০ দিন প্রকল্পের আওতায় কাজ করেছিলেন। কিন্তু তাদের মধ্যে কেউই ১০০ দিনের কাজের টাকা পাননি। বিডিও এইচ এম রিয়াজুল হক জানান যে নয়টি গ্রাম পঞ্চায়েতের জব কার্ড ধারী শ্রমিকদের বকেয়ার পরিমাণ প্রায় সাড়ে ছয় কোটি টাকা। আর সেই টাকা পরিশোধ করবে রাজ্য সরকার সেই কারণে ১০ হাজার ৩০৬ জন জব কার্ড ধারীদের বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখছেন উলুবেড়িয়া-১ ব্লকের জব কার্ড যাচাইকরণ টিম।
এমনকি খোদ বিডিও এইচ এম রিয়াজুল হক বাড়ি বাড়ি গিয়ে জব কার্ডধারি শ্রমিকদের তথ্য সংগ্রহ করছেন।
———————————————————————————–