বিশেষ প্রতিনিধি, সুতি,
গ্লোবাল নিউজ, কলকাতা,
২০শে জানুয়ারী,২০২৪, শনিবার।
সমস্যা সমাধান জনসংযোগ পরিদর্শনে বিডিও অরূপ সাহা।
রাজ্য সরকার ইতিমধ্যে দুয়ারে সরকার কর্মসূচীর পাশাপাশি সমস্যার সমাধান জন সংযোগ কর্মসূচির নির্দেশ দেন যাতে করে রাজ্যের প্রত্যেক জনগন সরকারী প্রকল্প পেতে অক্ষম না হয়।
সরকারের সেই নির্দেশ মেনে রাজ্যের সকল ব্লকের পাশাপাশি মুর্শিদাবাদের সুতি-১ ব্লকের বিডিও অরূপ সাহা প্রত্যেক বুথে বুথে এই ক্যাম্পের সূচনা করেন। বিডিও অরূপ সাহা জানান যে, প্রত্যেক মানুষের নানান ধরণের অভিযোগের আবেদন সংগ্রহ করা ও হবে এই ক্যাম্পে।
বিডিও অরূপ সাহা বুথে বুথে গিয়ে পরিদর্শন করলেন এবং নিজেই জনগনের আবেদন করা পত্র মানে ফর্ম সংগ্রহ করলেন।
জানা যায় যে, এই দিন প্রায় ৫-৭ টি বুথ ঘুরে ঘুরে জনগনের কাছ থেকে অভাব অভিযোগ জানলেন।
সব শেষে বিডিও অরূপ সাহা বলেন যে, এখনও পর্যন্ত যাঁরা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন বিশেষ করে তাদেরকেই প্রকল্পের আওতায়,আনাই হচ্ছে এই কর্মসূচীর মূখ্য উদ্দেশ্য।
তাছাড়াও বিডিও অরূপ সাহা জানান যে, সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে, মানুষের অভাব – অভিযোগের কথা শুনবে। পাশাপাশি যারা এখনও পর্যন্ত দুয়ারে সরকারের কোনও সুবিধা থেকে বঞ্চিত রয়েছে, তাদের কাছ থেকে ফর্ম সংগ্রহ করে, যাতে মানুষজন সরকারি সমস্ত পরিষেবা মানে সুযোগ সুবিধা পাই তার ব্যবস্থা করা হবে।
What i dont understood is in reality how youre now not really a lot more smartlyfavored than you might be now Youre very intelligent You understand therefore significantly in terms of this topic produced me personally believe it from a lot of numerous angles Its like women and men are not interested except it is one thing to accomplish with Woman gaga Your own stuffs outstanding Always care for it up
This stage is fabulous. The magnificent information uncovers the distributer’s excitement. I’m shocked and anticipate additional such astonishing presents.