শৌচাগার নিয়ে আদালতে খেলা
আলামিন শেখ, নদীয়া:
সোমবার একটি জমি সংক্রান্ত বিবাদ নিয়ে আইনজীবীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে তেহট্ট মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখালো তেহট্টের ফতাইপুরের বেশ কিছু মানুষ।
তাদের অভিযোগ, ওই এলাকার ‘দরগাতলার’ জমিতে সরকারি সাহায্যে একটি শৌচালয় তৈরির আবেদন জানানো হয়। সেই আবেদনের ভিত্তিতে পঞ্চায়েত থেকে অর্থ বরাদ্দ হলে ও তা তৈরির কাজে বাধার সৃষ্টি করেন স্থানীয় দুই ব্যক্তি।
সেই বাধা অতিক্রম করে কাজ করতে গেলে বচসা শুরু হয় । এরপরই ওই দুই ব্যক্তি এলাকার ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যদিও অভিযোগকারীদের দাবি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। অভিযোগকারীরা জানিয়েছেন ওই দুই ব্যক্তি পেশায় আইনজীবী এবং তেহট্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য।
যে-কারণে প্রভাব খাটিয়ে আদালতে জামিন নিতে গেলে আইনজীবীরা তাদের আসহযোগিতা করছে। ফলে জামিন নিতে পারছে না তারা। যে কারণে এদিন বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে তারা।