Special Correspondent
Global Newz, Kolkata
15th Jan’2024, Monday
কবিতা : সেই ছেলেটা
সুপর্ণা বোস (Suparna Bose. Kolkata..India …A poetess, painter ,craft artist, doing recitation and involves with other works also).
পিতা :: স্বর্গীয় কবি সুধীন পাল।
মাতা :: স্বর্গীয়া দীপিকা পাল।
জেলা 24 পরগনা (উ), তবে বর্তমান বাস কলকাতায়।
শিক্ষা :: Honours graduate in political science এবং ,diploma in computer science.
,পেশা বলতে লেখা, ছবি আঁকা, আবৃত্তি ,,craft এর কাজ, সেলাই ইত্যাদি। 10 বছর বয়েস থেকে আঁকা শেখা শুরু। তারপর বহুদিন আঁকার স্কুলে শিক্ষকতা করেছেন।
1990 সালে একাডেমিতে ছবির প্রদর্শনী হয় ।নানা কাজের ব্যাস্ততায় আর হয়ে ওঠে নি। আবার প্রস্তুতি নিচ্ছেন।
1)প্রথম বই :: শঙ্খচিলের ডানায়–
2022 সালে।
2)দ্বিতীয় বই ::জীবনের জলছবি–
2023 সালে।
বঙ্গ সাহিত্য পত্রিকা থেকে অতিথি সম্মাননা গ্রহণ, সুদেব সরকার স্মৃতি স্মারক গ্রহণ 2023 সালে,গ্রন্থসাথী ও অর্পণ পত্রিকা স্মারক ।। সম্প্রতি বিকল্প নির্মাণ পত্রিকা স্মারক ও পান।
অতিরিক্ত কিছু কাজের সঙ্গে যুক্ত আছেন।
“সারমেয়” নামের সমাজসেবী সংস্থার সাথে যুক্ত আছেন।না-মানুষদের জন্য মানে অসহায় পথ পশু,পাখি ও অন্য জীবেদের জন্য কাজ করেন সামর্থ মতো।চিন্তার জগৎ অনেক প্রসারিত,, এগুলো প্রমাণ করে।
এখানে প্রকাশিত কবিতার নাম
“সেই ছেলেটা”
—————————————————————————————-
সেই ছেলেটা
সুপর্ণা বোস
বিস্তির্ণ র্সৌরলোকের
কোল জুড়ে আছ,
হে পৃথিবী–
আমি তোমার বুকে জন্মানো
এক ছোট্ট ছেলে।
রূপবান শহরের ধূলোমাখা রাস্তার
কোণায় আমার ঘর।
কোথাও গাড়ির ধোঁয়া,
কোথাও শিশুর কান্না-
কংক্রিটের ভিত টলে যায়,
ধনীদের পেট ভরে না লজ্জায়।
না-খাওয়া ছেলেটার
কুঁকড়ে যাওয়া কৈশোর,
মানুষের পায়ে নিষ্পেষিত হচ্ছে।
তবুও বড়-বড় বাড়িতে
সুরা আর খাবারের স্রোত–
গরীবের হক এর খাদ্য
এরাই তো গিলছে।
এক বাটি অন্ধকার হাতে,
বসে আছে ধূলোর পরে।
প্রযুক্তির উজ্জ্বলতাও
আলো জ্বালাতে পারেনি।
চাঁদের আলোতেও
শরীর ঢাকে অন্তরালে।
পাঁজর সর্বস্ব শরীরের মাঝে,
চলকে ওঠে ইস্পাতের ফুলকি।
চোখের কোনে,
আগুনের কাড়াকাড়ি,
দেখতে পাও কি ?
একবুক উপেক্ষা,
আর কিছু কষ্ট-
আমার অসহায় জীবন
কিনবে নাকি তুমি?
নোংরা শরীরে
তোমাদের দেওয়া অবহেলা,
কিন্তু মনটা হীরের চেয়েও দামি।
অতৃপ্ত বাসনা,
তবু কল্পনার তুলিতে বাঁচে
শিল্পীর ছবি ।
এখনও আছে সময় ,
করোনা হেলা-
ভেতরে আমি নবীন,
আমি বিদ্রোহী।
…………………………………………………………………………………